সুন্দরগঞ্জে রাস্তা সংস্করণের দাবিতে ছাত্রছাত্রীদের মানববন্ধন ও অবরোধ কর্মসূচি
জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা ইউনিয়নের বামনডাঙ্গা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথের রাস্তায় কাদামাটি ও ভগ্নদশার প্রতিবাদে মানববন্ধন সমাবেশ ও রাস্তা অবরোধ করেছে ঐ স্কুলের ছাত্রছাত্রী এবং এলাকাবাসী।
জানা গেছে, বিদ্যালয়ের প্রবেশ মুখ থেকে ১’শ মিটার রাস্তা ভগ্নদশা দীর্ঘদিন থেকে। রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার লোকজন ও বিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারী যাতায়াত করেন।কিন্তু দীর্ঘদিনেও রাস্তাটি সংস্কার হচ্ছে না।সামান্য বৃষ্টিতে রাস্তায় হাটুজল পানি। এমতাবস্থায় শিক্ষক শিক্ষার্থী সাধারণ লোকজন এখন অসহায়।
মানববন্ধন ও অবরোধ কর্মসূচিতে ছাত্রছাত্রীরা বলেন,অবিলম্বে রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করা না হলে বিদ্যালয়ের প্রবেশ মুখে লাগাতর অবরোধ গড়ে তোলা হবে।
মানববন্ধনে সংহতি জানিয়ে উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল বলেন,আমরা যতটুকু জানি এরাস্তাটি টেন্ডার হয়েছে,তারপরেও কেন জানি কাজ হচ্ছে না।এটি একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা।রাস্তাটি যেন দ্রুত সংস্কার করা হয় সেজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সুদৃষ্টি কামনা করছি।
বামনডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম শহীদ বলেন,এটি মূলত দীর্ঘদিনের সমস্যা স্কুলের প্রবেশের পথ থেকে শিববাড়ী মন্দির পর্যন্ত সামান্য বৃষ্টিতে হাটুজল পানিতে আবদ্ধ হয়।এরাস্তা দিয়ে মিঠাপুকুর সহ কয়েকটি ইউনিয়নের লোকজন প্রতিদিন যাতায়াত করে।রাস্তাটি দ্রুত মেরামত করে শিক্ষার্থী -শিক্ষক -কর্মচারী ও সাধারণ লোকজনের চলাচলের উপযোগী করে তোলা হোক।