জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ কৃষি আমাদের প্রাণ উন্নয়ন সমৃদ্ধি,স্থায়ীত্বশীল স্থানীয় কৃষির উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে সুন্দরগঞ্জে কৃষি উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৯ নভেম্বর )উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে শিশু উন্নয়ন সংস্থা (শিউস) এর উদ্যোগে শিউসের অফিস চত্বরে দিনব্যাপী এ কৃষি উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়।
শিশু উন্নয়ন সংস্থা শিউস এর সভাপতি ড.মোঃ শফিউল ইসলাম ভূঁইয়া’র সভাপতিত্বে কৃষি উন্নয়ন কর্মশালায় প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন,বিশিষ্ট বীজ ডিলার (মিঠাপুকুর,রংপুর) মোঃ মোশাররফ হোসেন তালুকদার রাখু। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট নার্সারি ব্যবসায়ী(মিঠাপুকুর,রংপুর) মোঃ হারুন-অর রশিদ।
শিউস এর সহকারী ব্যবস্থাপক রেজাউল ইসলাম রেজা’র সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, কৃষিবিদ আরিফুল ইসলাম,শিশু উন্নয়ন সংস্থার ভাইস প্রেসিডেন্ট এম.এ রশিদ,এরিয়া ম্যানেজার মাসুদুর রহমান মাসুদ, কোষাধ্যক্ষ ডা.নির্মল চন্দ্র বর্মণ, সাধারন পরিষদের সদস্য আবু সুুফিয়ান, আলমগীর হোসেন প্রমূখ.
এ কৃষি উন্নয়ন কর্মশালায় বিভিন্ন এলাকার শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।