ওমর ফারুক রনি, গাইবান্ধাঃ সাম্প্রতিক সময়ে বৈশ্বিক সংকটের কারণে প্রতি কেজি সারের মুল্য ৬ টাকা করে বৃদ্ধি পায়।এতে করে কৃষকদের মাঝে একটি কৌতূহল তৈরি হলেও গাইবান্ধার সুন্দরগঞ্জে রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা সরকারি মুল্যে রাসায়নিক সার পাচ্ছে।
সরেজমিনে উপজেলার বেশ কয়েকটি ইউপিতে ঘুরে দেখা যায়, সাধারণ কৃষকেরা সারিবদ্ধ লাইনে দ্বারিয়ে সরকারি মূল্য রাসায়নিক সার নিচ্ছে।লাইনে দ্বারিয়ে একটু সময় বেশি লাগলেও সরকারি নির্ধারিত দামে সার পাচ্ছে কৃষক।
সুন্দরগঞ্জ উপজেলা কৃষিকর্মকর্তা মোঃ রাশিদুল কবির এর সাথে মুঠোফোন কথা হলে তিনি বলেন, আমরা কৃষকদের চাহিদা মেটানোর লক্ষ্যে প্রতিটি ডিলার এর কাছে গিয়ে কৃষকদের মাঝে সুষ্ঠুভাবে সার বিতরণ করছি।তাছাড়া আমাদের উপজেলার চলতি বরাদ্দ ৭৩৭ মেট্রিক টন ও অতিরিক্ত বরাদ্দ ২৪০ মেট্রিক টন সার বিতরণের কাজ পায় শেষে।এতে করে কৃষকদের সারের সংকট আর থাকবে না।