জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ সারাদেশের ন্যায় গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাইস্কুলে উৎসবমুখর পরিবেশ ও জাঁকজমকভাবে পাঠ্যপুস্তক বিতরণ দিবস২০২৩ উদযাপন করেছে।
রোববার (১লা জানুয়ারি )সকাল সাড়ে দশটায় নতুন পাঠ্যপুস্তক বিতরণ উপলক্ষে ঐস্কুল থেকে শিক্ষার্থীদের একটি শোভাযাত্রা বের হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদর্শন করে। পরে পাঠ্যপুস্তক দিবসে ঐ স্কুলের প্রায় ৪’শ জন শিক্ষার্থীদের মাঝে সরকারিভাবে দেয়া বিনামুল্যে নতুন বই বিতরণ করা হয়েছে।স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আবুল কাশেম নিজে উপস্থিত থেকে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
এসময় স্কুলটির অন্যান্য শিক্ষক কর্মচারী,ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
এদিকে বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এমন আনন্দে অভিভাবকরাও দারুণ খুশি।
উল্লেখ্য,বছরের প্রথম দিনেই এ উপজেলা থেকে মাধ্যমিক পর্যায়ের ১৪৫, স্বতন্ত্র ইবতেদায়ী ৯০ ও প্রাথমিক পর্যায়ের ২৫৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দেওয়া হয়।