জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে নবীন-প্রবীণদের মিলন মেলা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৪’ডিসেম্বর) বিকেলে শিশু উন্নয়ন সংস্থা শিউস এর আয়োজনে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মোহনা পাঠাগার চত্বরে এ মিলন মেলায় নবীন প্রবীন ও অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয় শিশু উন্নয়ন সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
শিশু উন্নয়ন সংস্থা শিউস এর সভাপতি ড.মোঃ শফিউল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসবে উপস্থিত থেকে নবীন-প্রবীণদের নিয়ে সুন্দর আলোকপাত করেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. হালিদা খানুম আখতার। এবং সম্মানীত অতিথি হিসেবে আরো আলোকপাত করেন,ছিন্নমূল মহিলা সমিতি গাইবান্ধার নির্বাহী পরিচালক মুর্শিদুর রহমান খান।
শিউস এর সহকারী ব্যবস্থাপক রেজাউল ইসলাম রেজা’র সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন,শিশু উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী রওশন আলম, সংস্থার ভাইস প্রেসিডেন্ট এম.এ রশিদ,এরিয়া ম্যানেজার মাসুদুর রহমান মাসুদ, কোষাধ্যক্ষ ডা.নির্মল চন্দ্র বর্মণ, সাধারন পরিষদের সদস্য আবু সুুফিয়ান, আলমগীর হোসেন সহ এলাকার সুধীজন।
শেষে নবীন প্রবীণদের মিলন মেলায় সংগীতা অনুষ্ঠানে ভাওয়াইয়া ও বাউল সংগীত পরিবেশন করেন স্থানীয় সারগাম সংগীতের শিল্পীবৃন্দ।