আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
সদ্য প্রয়াত মাননীয় সংসদ উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির বিদ্রেহী আত্মার মাগফিরাত কামনা করে ফরিদপুরের সালথায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে ৫টায় উপজেলা পরিষদ মাল্টিপারপাস হলরুমে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সালথা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাছলিমা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র রাজনীতিবিদ ও বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর চৌধুরী লাবু ও তার সহধর্মিণী শাহানাজ খান।
এসময় আরো উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রুপা বেগম, ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য শফি উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, প্রবিন আওয়ামীলীগ নেতা ইমামুল হাসান তারা মিয়া, যুগ্ন-সাধারন সম্পাদক মো: শহীদুল হাসান খান সোহাগ, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা যবুলীগের সভাপতি খায়রুজামান বাবু, সেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, কৃষকলীগ সভাপতি সেলিম মোল্যা, যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন, সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়র সাজ্জাদ হোসেন, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, মামুন মিয়া, বাকি বিল্লাহসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
দোয়া মাহফিলে বক্তারা সৈয়দা সাজেদা চৌধুরী বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন।
উল্লেখ্য, সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সৈয়দা সাজেদা চৌধুরী, গত ১১ সেপ্টেম্বর রোববার রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন।