আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব প্রতিনিধি:
সৌদিআরবের রাজধানী রিয়াদে পরোক্ষ ভাবে ভিক্ষাবৃত্তির অভিযোগে ৩ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে সৌদি আইনশৃঙ্খলা বাহিনী ।
গতকাল (বুধবার), রাজধানী রিয়াদ অঞ্চলের নিরাপত্তা কর্তৃপক্ষ বিভিন্ন পৃথক স্থানে পরোক্ষভাবে ভিক্ষা করার অপরাধে এশিয়ান জাতীয়তার বেশ কয়েকজন নাগরিকদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
সৌদি আইনশৃঙ্খলা নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে যে বাংলাদেশী নাগরিকত্বের ৩ জন প্রবাসীকে পরোক্ষ ভাবে ভিক্ষাবৃত্তি করতে দেখে এবং তাদের উপরে নজরদারি করেন, পরবর্তীতে উপযুক্ত প্রমাণসহকারে তাদেরকে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে একজন প্রবাসী ছিলেন যিনি বিভিন্ন গাড়ির মালিকদের কাছে পানির বোতল বিক্রি করার নাম করে ভিক্ষা করছিলেন ।
অপরদিকে দুইজন প্রবাসীকে পথচারীদের নিকট হতে ভিক্ষা করার অপরাধে গ্রেপ্তার করা হয়, এবং রিয়াদের রাস্তায় পরোক্ষভাবে ভিক্ষা করার অপরাধে বাংলাদেশী জাতীয়তার তিন জনকে গ্রেপ্তার করা হয়ে।
উল্লেখ্য যে সৌদিআরবে যে কোন ভিক্ষাবৃত্তি আইনত দন্ডনীয় অপরাধ ।