আব্দুল্লাহ আল মামুন, নিজস্ব প্রতিবেদকঃ
সৌদি আরবে রমজানের চাঁদ দেখা গেছে, দেশটিতে সোমবার (১১ মার্চ) থেকে শুরু হবে পবিত্র রমজান। সেই হিসেবে রোববার (১০ মার্চ) রাতেই তারাবি নামাজ পড়া হবে। এরপর সোমবার ভোরে সেহরি খেয়ে প্রথম সাওম শুরু করবেন দেশটিতে অবস্থিত সকল প্রবাসী ও স্থানীয় ধর্মপ্রাণ মুসলিমরা।
চাঁদ দেখার পর সৌদি চাঁদ দেখা কমিটি এক ঘোষণায় জানায়, সোমবার (১১ মার্চ) পবিত্র রমজান মাস শুরু হবে। সৌদি সুপ্রিম কোর্টের মতে, রোববার (১০ মার্চ) সন্ধ্যায় চাঁদ দেখা গেছে। যার মধ্যদিয়ে শাবান মাস শেষ হলো। শুরু হলো মাহে রমজান।
উল্লেখ্য যে,এর কয়েক ঘণ্টা আগে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও ব্রুনেই রমজানের তারিখ ঘোষণা করে। এই চারটি দেশই জানিয়েছে, মঙ্গলবার (১২ মার্চ) থেকে রোজা শুরু হবে।
রোববার (১০ মার্চ) অস্ট্রেলিয়ার ফেডারেল কাউন্সিল অব ইমামস, অস্ট্রেলিয়ান ফতওয়া কাউন্সিল ও ফতওয়া অ্যান্ড শরিয়া আরবিট্রেশন কাউন্সিলের সমন্বয়ে দেশটির গ্র্যান্ড মুফতি নিশ্চিত করেন যে, সোমবার (১১ মার্চ) হবে শাবান মাসের শেষ দিন। সেই হিসেবে আগামী মঙ্গলবার হবে রমজান মাসের প্রথম দিন।
© All rights reserved © 2022 Sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।