আব্দুল্লাহ আল মামুন, আন্তর্জাতিক প্রতিবেদকঃ
সৌদি আরবের একটি আদালতে অর্থ পাচারে দোষী সাব্যস্ত হওয়ায় একজন সৌদি নাগরিকসহ চার জন প্রবাসীদের ২০ বছরের কারাদণ্ড এবং ৫ লক্ষ সৌদি রিয়াল জরিমানা করেছে।
আদালত অপরাধের সাথে জড়িতদের অনুরূপ মূল্যের অর্থ বাজেয়াপ্ত করার পাশাপাশি প্রবাসীদেরকে জেল এবং জরিমানা প্রদানের পরে নিজ দেশে নির্বাসনের নির্দেশ দিয়েছে।
পাবলিক প্রসিকিউশনের একটি সরকারী সূত্র জানিয়েছে যে,অর্থনৈতিক অপরাধ শাখার তদন্তের ফলে অর্থ পাচারের সাথে জড়িত পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
তদন্তে জানা গেছে যে,সৌদি নাগরিক বাণিজ্যিক সংস্থার নামে নিবন্ধন খুলেন এবং সংস্থাগুলির জন্য ব্যাংক অ্যাকাউন্ট খুলে ৪ জন আরবিয়ান প্রবাসীর কাছে হস্তান্তর করেন যাতে তিনি এই সংস্থাগুলির নামে লেনদেন করতে সক্ষম হন।
বিবাদী এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের অ্যাকাউন্টের উপর পরিচালিত আর্থিক তদন্তে এটি প্রকাশ করা হয়েছে যে প্রবাসী অ্যাকাউন্টগুলিতে বিপুল পরিমাণ অর্থ জমা করা হয়েছিল এবং তা সৌদি আরবের বাইরের দেশ গুলোতে স্থানান্তর করেছিলেন।
তহবিলের উৎস যাচাই করতে গিয়ে দেখা গেছে সেগুলো সবই ছিল অবৈধ।অভিযুক্তরা এর সত্যতা গোপন করে এবং এটিকে একটি বৈধ উৎস বলে প্রকাশ করেছিল।
পরবর্তীতে অভিযুক্ত আসামীদের গ্রেফতার করে উপযুক্ত আদালতের সামনে বিচার প্রক্রিয়ায় নেওয়া হলে আদালত অবশেষে এই রায় দেন।