আব্দুল্লাহ আল মামুন,(সৌদিআরব) ক্রাইম রিপোর্টারঃ
সৌদিআরবের রাজধানী রিয়াদে আকামা ও ড্রাইভিং লাইসেন্স জাল করার অপরাধসহ বেশ কয়েকটি অপরাধমূলক ঘটনা ঘটানোর জন্য দুই প্রবাসী বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে সৌদির আইনশৃঙ্খলা নিরাপত্তা রক্ষা বাহিনী।
রিয়াদ পুলিশ জানিয়েছে যে,অপরাধীরা দীর্ঘ দিন ধরে সৌদি আরবের রিয়াদে আবাসিক পারমিট আকামা কার্ড এবং ড্রাইভিং লাইসেন্সের কার্ড নকল তৈরি করে আসছিল এবং সেগুলোকে জনসাধারণের নিকট অর্থের বিনিময়ে বিক্রি করে ব্যবসা হিসেবে পরিচালিত করত, অপরাধী দুই বাংলাদেশি নাগরিক রিয়াদে একটি আবাসিক বাসা ভাড়া নিয়ে সেখানে গোপনে তাদের অপরাধ কার্যক্রম করে আসছিল।
গ্রেপ্তারকৃতদের নিকট হতে আকামা ও ড্রাইভিং লাইসেন্স জাল করার জন্য ব্যবহারিত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস এবং সরঞ্জাম পাওয়া গেছে,তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং তাদেরকে পাবলিক প্রসিকিউশনে রেফার করা হয়েছে।