আব্দুল্লাহ আল মামুন,আন্তর্জাতিক প্রতিবেদক:
সৌদি আরবে ক্লাসরুমে একটি ছাত্রকে আটক রেখে স্কুলে তালা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে,স্কুলের কর্মকর্তাদের বরখাস্ত করাসহ স্কুলটি বন্ধ ঘোষণা করা হয়েছে।
সম্প্রতি সৌদি আরবের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয় এতে দেখা যায় আল-আহসা গভর্নরেটের পূর্বাঞ্চলীয় শহর হোফুফের একটি স্কুলের ক্লাসরুমে আটক অবস্থায় একটি ছাত্র বাহিরে বের হতে পথচারীদের সহযোগিতা চাচ্ছে।
আল-আহসা-তে শিক্ষা বিভাগের মহাপরিচালক হামাদ আল-ইসা বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করার পর হোফুফের আল-মামুন ইন্টারমিডিয়েট স্কুলের পরিচালক এবং উপ-পরিচালকে বরখাস্তসহ স্কুলটি বন্ধ করার দুটি সিদ্ধান্ত জারি করেছেন।
ভিডিও ক্লিপটিতে দেখা গেছে যে স্কুলের সময় শেষ হওয়ার পরে স্কুলের দ্বিতীয় তলায় একটি শ্রেণিকক্ষের জানালা দিয়ে সাহায্যের জন্য শিক্ষার্থী পথচারীদের সাহায্যের জন্য ডাক দিচ্ছে ।এতে জানা যায়, স্কুলের সময় পেরিয়ে গেলেও ওই ছাত্রকে স্কুলের ভেতরে আটকে রাখা হয়েছে।
উক্ত ঘটনায় আল-আহসার শিক্ষা বিভাগ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচারিত ভিডিও ক্লিপের ভিত্তিতে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে এবং স্কুল কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে।