আব্দুল্লাহ আল মামুন,(আন্তর্জাতিক) নিজস্ব প্রতিনিধিঃ
সৌদিআরবের রাজধানী রিয়াদে ২০ লক্ষের অধিক অ্যামফিটামিন(ইয়াবা)ট্যাবলেটসহ ৪জনকে গ্রেফতার করেছে সৌদির আইনশৃঙ্খলা নিরাপত্তা রক্ষা বাহিনী ।
সৌদি নিরাপত্তা কর্তৃপক্ষকর্তৃক লাখ লাখ অ্যামফিটামিন(ইয়াবা)ট্যাবলেট পাচারের চেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে,গতকাল বুধবার সৌদি প্রেস এজেন্সি এই তথ্য জানিয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাধারণ অধিদপ্তরের মুখপাত্র মেজর মোহাম্মদ আল-নুজাইদি বলেছেন যে,সৌদিআরবকে লক্ষ্য করে মাদক চোরাচালান ও বিতরণ নেটওয়ার্কগুলির উপর একটি নিরাপত্তা ফলোআপ অভিযানের সময়, কর্মকর্তারা রান্নাঘরের কাঠের একটি চালানের মধ্যে লুকিয়ে রাখা ২০,৩৫,২০০ পিস অ্যামফিটামিন (ইয়াবা) ট্যাবলেট জব্দ করেন।
উক্ত মাদকদ্রব্য চোরাচালানের সাথে জড়িত পাকিস্তানি ও সৌদি নাগরিকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের পাবলিক প্রসিকিউশনে রেফার করা হয়েছে।
আল-নুজাইদি আরও বলেছেন,স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তার বিভিন্ন নিরাপত্তা সংস্থার মাধ্যমে জাকাত, কর এবং শুল্ক কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে,সমগ্র সৌদিআরবে মাদক চোরাচালান চেষ্টা করলে তা প্রতিহত করা হবে এবং মাদক চোরাকারবারিদের সাথে দৃঢ়তার সাথে মোকাবিলা অব্যাহত রাখা হবে।