আব্দুল্লাহ আল মামুন,নিজস্ব প্রতিনিধিঃ
সৌদি আরবের জেদ্দা শহরে মো. রুহুল আমিন (৩০) নামে এক বাংলাদেশি যুবক ময়লার গাড়ির চাপায় নিহত হয়েছে।
গত বুধবার (২ আগস্ট) সৌদিআরব সময় বিকাল সাড়ে তিনটায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত রুহুল আমিন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের হুরারপাড় বড় বাড়ির মো. কুদ্দুস মিয়ার সন্তান ।
তথ্যে জানা যায়, রুহুল আমিন দুই বছর আগে সৌদি আরবের জেদ্দায় পাড়ি জমায়। সেখানে তিনি সড়ক পরিষ্কার (বলদিয়া) কোম্পানিতে কাজ করছিলেন। বুধবার বিকালে রুহুল আমিন কাজ শেষে বাসায় ফেরার পথে দুর্ঘটনায় মারা যায়।
ময়লা ফেলার সময় তাঁদের ময়লার গাড়ির চাপায় তিনি মারা যান । ঘটনাস্থল থেকে পুলিশ রুহুল আমিনের মরদেহ নিয়ে গেছে। এ ছাড়া ঘটনার সময় সঙ্গে থাকা তার এক সহকর্মী ও তাঁদের গাড়ির চালককে পুলিশ আটক করেছে।
এদিকে মৃত্যু সংবাদ শুনে রুহুলের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। স্ত্রী ও মা বারবার মূর্ছা যাচ্ছেন।
নিহত রুহুল আমিনের মরদেহ স্থানীয় হাসপাতালের হিম ঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে ।