আব্দুল্লাহ আল মামুন, আন্তর্জাতিক প্রতিবেদকঃ
পরিবেশ সুরক্ষার জন্য বিশেষ বাহিনী মক্কা আল-মুকাররামাহ, আল-মদিনা আল-মুনাওয়ারাহ এবং রিয়াদ অঞ্চলে লাইসেন্স ছাড়া মাটি চুরির অপরাধে পরিবেশ আইনে ২০ জন লঙ্ঘনকারী প্রবাসীকে গ্রেপ্তার করেছে।
তথ্যে জানা যায়, সৌদিআরবের বিশেষ বাহিনী ১৪টি গাড়ি জব্দ করেছে, যেগুলি দিয়ে মাটি পরিবহনের জন্য ব্যবহৃত হয়েছিল ।
উক্ত অপরাধে বিভিন্ন দেশের প্রবাসীদের গ্রেপ্তার করা হয়, এদের মধ্যে ৬ জন পাকিস্তানি নাগরিক, ৩ জন ইয়েমেনি নাগরিক,৩ জন সোমালিয়ার নাগরিক, ২ জন মিশরীয়, ২ জন সুদানের নাগরিক, ২ জন সিরিয়ান নাগরিক একজন ভারতীয় নাগরিক এবং একজন সৌদি নাগরিক রয়েছেন ।
এই চক্রটির বেশ কিছু দিন ধরে লাইসেন্স বিহীন অবৈধ ভাবে মাটি উত্তোলন করে তা বিক্রি করে আসছিল ।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়া হয়েছে, এবং তাদেরকে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে, পরিবেশ বা বন্যপ্রাণীর ক্ষতিসাধন করে এমন কোন তথ্যে জন্য নির্ধারিত নম্বরগুলিতে রিপোর্ট করতে জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।