আব্দুল্লাহ আল মামুন,আন্তর্জাতিক প্রতিবেদকঃ
মাহরাম(পুরুষ অভিভাবক) ছাড়া নারীদের হজে যাওয়ার অনুমতি দিয়েছে সৌদি হজ মন্ত্রণালয় ।
হজ ও ওমরাহ মন্ত্রণালয় গতকাল ঘোষণা করেছে যে এই বছর নারীদের কোনও মাহরাম(পুরুষ অভিভাবক) ছাড়াই হজে যাওয়ার অনুমতি দেওয়া হবে।
হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঐচ্ছিক শর্ত হিসেবে একজন নারীর সঙ্গে সঙ্গী বা মাহরাম যোগ করার অনুমতি দিয়েছে।যেসব নারীরা তাদের আবেদনে মাহরাম(পুরুষ অভিভাবক)যুক্ত করবেন,তাদের অগ্রাধিকার দেওয়া হবে যারা এর আগে হজ করেননি।
নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সৌদিআরবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে,যাতায়াতের সকল স্থানে নারীদের পূর্ণ সুরক্ষা প্রদান নিশ্চিত করছে।তাছাড়া, হয়রানি বিরোধী ব্যবস্থাসহ আইন প্রণয়নে শক্তিশালী অবকাঠামো গড়ে তোলা হয়েছে।এছাড়াও,বিমানবন্দর,সীমান্ত ক্রসিং বন্দর, গ্র্যান্ড মসজিদ,মসজিদে নববী সহ অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি ক্যামেরা বাধ্যতামূলক করা হয়েছে।সুতরাং,একজন নারী সৌদিতে একলা নিরাপদ,বিশেষ করে যখন তিনি অন্যান্য নারীদের সাথে ভাল সঙ্গী হবেন।
উল্লেখ্য যে,সৌদি আইন অনুযায়ী বিগত বছর গুলোতে কোন নারী মাহরাম(পুরুষ অভিভাবক)ছাড়া ওমরাহ্ এবং হজ করতে পারেননি,সৌদিআরবের ইতিহাসে এবছরই এমনটি হতে যাচ্ছে ।