আব্দুল্লাহ আল মামুন,আন্তর্জাতিক প্রতিবেদকঃ
সৌদিআরবের রাজধানী রিয়াদে রেসিডেন্সি ও সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘনকারী বাংলাদেশি নাগরিকসহ বিভিন্ন দেশের ৩৪ জনকে গ্রেপ্তার করেছে সৌদির আইনশৃঙ্খলা নিরাপত্তা রক্ষা বাহিনী ।
গত কাল (২২/১২/২০২২)বৃহস্পতিবার রাজধানী রিয়াদের দক্ষিণে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘনকারী বিভিন্ন দেশের ৭ জনকে গ্রেপ্তার করেন ,গ্রেপ্তারকৃতরা হলেন ৩ জন বাংলাদেশী নাগরিক,৩ জন ইয়েমেনি নাগরিক এবং একজন পাকিস্তানি নাগরিক।
এছাড়াও,রেসিডেন্সি(আকামা)জটিলতা জনিত কারণে ২৭জন লঙ্ঘনকারীকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে রয়েছেন ১৪ জন বাংলাদেশী নাগরিক,৩ জন ইয়েমেনি নাগরিক,৩জন পাকিস্তানি নাগরিক,৩ জন সুদানী নাগরিক,২ জন ভারতীয় নাগরিক এবং ২ জন মিশরীয় এবং সিরিয়ান,নাগরিক রয়েছেন।
লঙ্ঘনকারীদের গ্রেপ্তার করা হয় এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে ।