সোলাইমান,হাটহাজারী,(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারীতে প্রেস ক্লাবের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬শে মার্চ) সকালে কেন্দ্রীয় শহীদমিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে প্রেস ক্লাবের নেতৃবৃন্দরা। পরে পৌরসভার কাচারি সড়কের আমির এরশাদ প্লাজার তৃতীয় তলায় ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. আতাউর রহমান মিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, আজ বাঙ্গালী জাতির হাজার বছরের ইতিহাসের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন। আজ মহান স্বাধীনতা দিবসে সকল শহীদের প্রতি জানায় গভীর শ্রদ্ধা। তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এছাড়া রমজানে ইফতার মাহফিলের আয়োজন সম্পর্কে ও সংগঠনের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সহ সভাপতি আতাউর রহমান মিয়া, (দৈনিক ইত্তেফাক)সাধারণ সম্পাদক বাবলু দাশ (ভোরের কাগজ), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী (সমকাল), কার্যনির্বাহী সদস্য শ্যামল নাথ (গিরিদর্পন), সদস্য মো. বোরহান উদ্দীন (যায়যায়দিন), মোঃ আবু শাহেদ (মানবজমিন)। এতে উপস্থিত ছিলেন, ক্লাবের সদস্য সুমন পল্লব (নবচেতনা), মোঃ আকরাম, মাহমুদ আল আজাদ (সাঙ্গু), আবুল মনসুর (অধিকার), এইচ এম এরশাদ (একুশের বাণী), আবিদুল ইসলাম (বাংলাদেশ সমাচার), মোঃ সাহাবুদ্দীন সাইফ (আমার সংবাদ), আবু নোমান (জনবাণী), শোয়াইব (চাটগাঁর সংবাদ), সরেওয়ার
( দৈনিক স্বদেশ বিচিত্রা),মোহাম্মদ সোলাইমান, (দৈনিক সময়ের সংলাপ),প্রমুখ।