শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে পলিথিন মজুদ রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা  ক্লাস চলাকালীন সময় শিক্ষিকার উপর হামলা বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা মধ্যনগরে কৃষকদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত  সাফ জয়ী তিন ফুটবলারকে সাতক্ষীরায় লাল গণসংবর্ধনা  সালথায় স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রধান শিক্ষকের বকশীগঞ্জে নিলাখিয়া বিএনপি নেতাকে স্বপদে বহালের দাবিতে সংবাদ সম্মেলন  চারঘাটের সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের নেতৃবৃন্দের মতবিনিময়  নওগাঁ মান্দায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত  শ্রেণীকক্ষে ঢুকে শিক্ষিকার উপর হামলা 

স্বেচ্ছায় রাস্তা সংস্কার করছেন গ্রামের যুবকেরা

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ৩০৩ বার পঠিত

স্বেচ্ছায় রাস্তা সংস্কার করছেন গ্রামের যুবকেরা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ পঞ্চক্রোশী ইউনিয়নের বেতকান্দি-বেতবাড়ি সড়কের বেতবাড়ি গ্রামের ভেতরের প্রায় ০১ কিলোমিটার অংশ খানাখন্দ ও পানি কাদায় পূর্ণ থাকায় রাস্তাটি অনেকদিন ধরেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। জন প্রতিনিধিরা দৃষ্টি না দেওয়ায় অবশেষে নিজেদের গ্রামের ভেতরের রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছে উল্লাপাড়া উপজেলার বেতবাড়ি গ্রামের একদল যুবক। কলেজ ছাত্র আব্দুল আলীমের নিতৃত্বে যুবকেরা শুক্রবার সকাল থেকে টুপড়ি কোদাল নিয়ে স্বেচ্ছায় বেহাল রাস্তা সংস্কার কাজ শুরু করেছে।

বিশেষতঃ এই রাস্তায় শিশু শিক্ষার্থারা যাতায়াত করতে প্রায় দিনই পড়ে গিয়ে স্কুল পোশাক ও বই খাতা নষ্ট করে বাড়ি ফিরে যায়। বর্ষা মৌসুমে রাস্তাটির উল্লিখিত অংশ আরও নাজুক হয়ে পড়ে।

বেতবাড়ি গ্রামের যুবক খলিল মিয়া, আব্দুর রহিম, দুলাল প্রামাণিক, মোশারফ হোসেন, গোলাম হোসেন ও নাসিম উদ্দিন জানান, পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের বেতকান্দি-বেতবাড়ি রাস্তা দিয়ে বেতবাড়ি গ্রামসহ পর্শ্ববর্তী বেতকান্দি ও রামকান্তপুর গ্রামের মানুষ প্রতিদিন পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদ, উল্লাপাড়া উপজেলা সদর, সলপ রেলওয়ে ষ্টেশন, উল্লাপাড়া সাব রেজিষ্ট্রি অফিস ও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে থাকে। ০২ কিলোমিটার লম্বা রাস্তার বেতবাড়ি গ্রামের ভেতরের প্রায় ০১ কিলোমিটার অংশ প্রায় ০৩ বছর ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তারা রাস্তাটি সংস্কারের জন্য একাধিকবার পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের কাছে আবেদন জানিয়েছেন। স্থানীয় মেম্বরদের কাছেও রাস্তা সংস্কারের অনুরোধ জানিয়েছেন। কিন্তু জন প্রতিনিধিরা তাদের আবেদন আমলে নেয়নি। ফলে মানুষের চলাচলের দুর্ভোগ নিরসনের জন্য গ্রামের কলেজ ছাত্র আব্দুল আলীমের নেতৃত্বে তারা ২০/২৫ জন যুবক মিলে নিজেরাই রাস্তা সংস্কারের কাজে নেমেছেন। তিনটি ভাগে ভাগ হয়ে যুবকেরা সংস্কার কাজ করছেন। একটি অংশ পর্শ্ববর্তী নদীর পাড় থেকে বালু ও মাটি নিয়ে আসছেন। দলের অপর দুটি অংশ দুই পাশ থেকে টুপড়ি কোদাল নিয়ে রাস্তা সংস্কার কাজ করছেন। ১/২ দিন কাজ করলে রাস্তাটি আপাতত চলাচলের উপযোগী হবে বলে মনে করেন তারা।

এব্যাপারে সংস্কার কাজের নেতৃত্বে থাকা আব্দুল আলীম জানান, তিনি ¯স্বেচ্ছায় রাস্তা সংস্কারের প্রস্তাব দিলে গ্রামের ছাত্র, যুবকেরা ও বড়দের আন্তরিক ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। শুক্রবার থেকে আমরা সংস্কার কাজ শুরু করেছি। আশা করছি, রাস্তাটিতে মানুষের চলাচলের দুর্ভোগ আপাততঃ ঘোচানো যাবে। তবে তিনি এ বিষয়ে পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সুদৃষ্টি কামনা করেন।

এ বিষয়ে পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজের সঙ্গে কথা বললে তিনি বেতবাড়ি গ্রামের যুবকদের মহতি উদ্যোগকে সেলুট জানিয়ে বলেন, এর আগে রাস্তাটি সংস্কার করা হয়েছিল কিন্তু রাস্তার এক পাশে খাল থাকায় বর্ষা বৃষ্টিতে মাটি ধুয়ে মুছে গেছে। রাস্তাটি পাইলিং করে পাকা না করা হলে জন দুর্ভোগ দূর করা যাবে না। চলতি অর্থ বছরে তিনি ওই রাস্তাটি পাকা করার উদ্যোগ নেবেন।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।