সোলাইমান হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধিঃ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গিবাদের উত্থানের সময় সবাই মনে করত কওমি মাদ্রাসা থেকেই জঙ্গিরা আসে। আমরা তখন বলেছিলাম কওমি মাদ্রাসায় দ্বীনি শিক্ষা দেয়া হয়। ইসলাম শেখানো হয়। এখান থেকে কখনো জঙ্গি উত্থান হয়নি, হতে পারেনা। কারণ ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কোনদিন মানুষ কতল করার ধর্ম নয়। রক্তপাত করার হুকুম ইসলাম শেখায় না। সেজন্য আমরা মাথা উঁচু করে বলতে পারি যে আমরা জঙ্গি দমন করেছি এবং আমাদের আলেম-ওলামারা এবং মসজিদের ইমাম মোয়াজ্জিনরা আমাদের জঙ্গি দমনে সহযোগিতা করেছেন।
কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে হেফাজতের বিবৃতির একদিনের মাথায় আজ বৃহস্পতিবার বিকালে হাটহাজারী দারুল উলুম মাদরাসা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।
মাদ্রাসায় এসে তিনি প্রথমে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারত করেন। পরে মন্ত্রী মাদ্রাসার মিলনায়তনে একটি আলোচনা সভায় অংশ নেন।
এসময় মন্ত্রী বলেন, কারাবন্দী হেফাজত নেতাদের মুক্তির জন্য যে তালিকা হেফাজত নেতারা দিয়েছেন, তাদের অধিকাংশই মুক্তি পেয়েছে। বাকিরাও ক্রমান্বয়ে মুক্তি পাবে।
আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটা কোন নির্বাচনী সফর নয়। আমি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যাচ্ছি। আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল হেফাজতের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারত করব। সে উদ্দেশ্যেই আমি হাটহাজারী মাদ্রাসায় এসেছি।
হেফাজতের সাথে সরকারের বর্তমান সম্পর্ক কেমন এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন আমাদের কারো সাথে বৈরী সম্পর্ক নেই। সবার সাথে সুসম্পর্ক রয়েছে। হেফাজতের যে কার্যকলাপ তারা মূলত ইসলামের শর্তে ইসলাম প্রচারের জন্যই কাজ করে যাচ্ছে।
হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মাওলানা মোহাম্মদ ইয়াহিয়ার সভাপতিত্বে এবং মাদ্রাসার সহকারী পরিচালক মুফতি মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী ও হাটহাজারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সাতকানিয়া আসনের সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দীন নদভী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আনোয়ার হোসেন, ডিআইজি এসবি মোঃ নাফিউল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রাম পুলিশ সুপার এস এম শফিউল্লাহসহ, জেলা ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, হাটহাজারী মাদরাসার মুফতি কেফায়েত উল্লাহ, মাওলানা আহমদ দিদার কাসেমী প্রমুখ।
এর আগে মাদ্রাসায় প্রবেশকালে হাটহাজারী মাদ্রাসার মুহতামিম মাওঃ মুহাম্মদ ইয়াহিয়া ও মুঈনে মুহতামিম মুফতী জসীম উদ্দিন তাঁকে ফুলেল সংবর্ধনা জানান। আলোচনা সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী হাটহাজারী মাদ্রাসায় ইফতার করেন।