শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ

হবিগঞ্জে আওয়ামী লীগের পক্ষে কাজ করছেন বিএনপি নেতারা

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১০৪ বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধি

বিএনপির পক্ষ থেকে ভোট বর্জনের পক্ষে লিফলেট ও প্রচারণা চালানো হলেও হবিগঞ্জের অনেক নেতাকর্মী ভোটের মাঠে কাজ করছেন নৌকা ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে। এমনকি আওয়ামী লীগ নেতা ও মন্ত্রী এমপিদের উপস্থিতিতে শান্তি সমাবেশের মঞ্চেও দেখা গেছে এক বিএনপির দায়িত্বশীল জনপ্রতিনিধিকে। এ নিয়ে বিএনপি নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে প্রতিক্রিয়া।

সাবেক ছাত্রনেতা ও হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট আফজাল হোসেন দলের ৪ নেতাকর্মীর এই ভোটে অংশগ্রহণ নিয়ে ফেইসবুকে একটি পোস্ট দিলে অনেকেই বিরুপ মন্তব্য করেন।তারা কমেন্টে এই নেতাকর্মীদেরকে ‘আসল রাজাকার’ হিসাবে উল্লেখ করেন।

এডভোকেট আফজাল হোসেন বলেন, মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোখলেছুর রহমান আওয়ামী লীগ প্রার্থী এডভোকেট মাহবুব আলীর পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন। লিফলেট নিয়ে তাকে প্রচারণাও করতে দেখা গেছে। এর আগেও তিনি ওই প্রার্থীর পক্ষে প্রকাশ্যে অবস্থান নেন।

হবিগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খানের পক্ষে কাজ করছেন জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক নোমান বিল্লা। ওই প্রার্থীর বিভিন্ন মিটিংয়ে তাকে অংশগ্রহণ করতে দেখা গেছে। 

হবিগঞ্জ-৩ আসনে জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মো. আবু জাহিরের নৌকা প্রতীকের পক্ষে প্রচারণা চালাচ্ছেন পৌর বিএনপি নেতা সেলিম মিয়া। এছাড়াও তফসীল ঘোষণা আগে হবিগঞ্জে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম আসলে হবিগঞ্জ পৌরসভার উদ্যোগে শান্তি সমাবেশে মঞ্চে বসেন মাধবপুর পৌরসভার মেয়র ও বিএনপি নেতা হাবিবুর রহমান মানিক।

হবিগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খানের পক্ষে কাজ করছেন জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক নোমান বিল্লা। ওই প্রার্থীর বিভিন্ন মিটিংয়ে তাকে অংশগ্রহণ করতে দেখা গেছে। 

হবিগঞ্জ-৩ আসনে জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মো. আবু জাহিরের নৌকা প্রতীকের পক্ষে প্রচারণা চালাচ্ছেন পৌর বিএনপি নেতা সেলিম মিয়া। এছাড়াও তফসীল ঘোষণা আগে হবিগঞ্জে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম আসলে হবিগঞ্জ পৌরসভার উদ্যোগে শান্তি সমাবেশে মঞ্চে বসেন মাধবপুর পৌরসভার মেয়র ও বিএনপি নেতা হাবিবুর রহমান মানিক।

ব্যানার দেখতে পাননি। তবে মোখলেছুর রহমান স্বীকার করেছেন তিনি মন্ত্রী হিসাবে মাহবুব আলীর উন্নয়ন কাজের জন্য মুগ্ধ হয়ে তার পক্ষে কাজ করছেন।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।