সোলাইমান,হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের হাটহাজারী একটি ভবন থেকে পাঁচ পতিতা গ্রেপ্তার
১। রুজি আক্তার (৩৮), স্বামী-দেলোয়ার হোসেন, পিতা-মৃত মোঃ দেলোয়ার হোসেন, সাং-বেতবুনিয়া, কাশেম মেম্বারের বাড়ি, থানা-কাউখালী, জেলা-রাঙ্গামাটি।
২। জ্যোৎন্সা বেগম (২২), পিতা-মৃত আব্দুল কাদের, মাতা-মৃত দেলোয়ারা বেগম, সাং-দক্ষিণ মেহেরনামা, বাকগুজারা, হাজেরা বাপের বাড়ি, ৯নং ওয়ার্ড, থানা-পেকুয়া, জেলা-কক্সবাজার।
৩। মরিয়ম বেগম (২৩), পিতা-মৃত জাকির হোসেন, মাতা-ফিরোজা বেগম , সাং- শাহাপুর, পোষ্ট অফিস-শাহাপুর, ট্যাংক রোড, থানা-সোনাগাজী, জেলা-ফেনী।
৪। এ্যানি বেগম (২৩), পিতা-আবুল কাশেম, মাতা-আসমা বেগম,
৫। নাহিদা আক্তার (২০), পিতা-আবুল কাশেম, মাতা-আয়শা বেগম, উভয় সাং-রাঙ্গী পাড়া, পোষ্ট-কাউখালী, থানা-কাউখালী, জেলা-রাঙ্গামাটি।
উক্ত আসামীকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হইল।