চট্টগ্রাম হাটহাজারীতে নারিকেল গাছের চাপা পড়ে
শামসুন্নাহার (৩২)নামে গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ
রোববার (১১) ডিসেম্বর সকাল ৯ টায় দিকে হাটহাজারী ফতেপুর ইউনিয়নের মদন হাট হাজী নুরুল আলম সারাংয়ের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামসুন্নাহার এ বাড়ির প্রবাসী জাফরের স্ত্রী জানান।
তার মারুফ (১৭)তৌহিদ (১২)নামের দুইটি ছেলে সন্তান রয়েছে। স্থানীয় সূত্র জানা যায় সকালে বাড়ির উঠানে বসে বিভিন্ন গাছের ছাঁটাই কৃত কিছু ছোট অংশ কেটে লাকড়ি বানাচ্ছেন।সে সময় বাড়ির উঠানের পাশে পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা একটি নারিকেল গাছ
হঠাৎ করে ভেঙ্গে তার গায়ের উপর পড়ে। পরে স্হানীয় রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি স্বাস্থ্য সেবা কেন্দ্রে নিয়ে য়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।মারা যাওয়ার বিষয়টি মেনে নিতে না পেরে স্বজনরা সেখান থেকে শামসুন্নাহারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে ও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন সবুজ বলেন ময়নাতদন্তর জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল লাশ পাঠানো হয়েছে। আইন গত সকল প্রকার প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।