আরিফুল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট সদরে হারাটী ইউনিয়নে অবস্থিত হারাটী বি,এল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৩ শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট সদরে অবস্থিত এই স্কুলটি শিক্ষার আলো ছড়াছে ১৯৬৯ সাল থেকে।প্রতিবার সন্তুষ্ট ফলাফল অর্জন করে দেশের গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করছে এই স্কুলের শিক্ষার্থীরা।এবং সুনাম ছড়িয়ে পড়ছে পুরো জেলায়।সোমবার দুপুর ১২টায় স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়।আগামী ৩০ এপ্রিল বোর্ডের রুটিন অনুযায়ী সারা দেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে হারাটি বি, এল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি হারাটি বি,এল উচ্চ বিদ্যালয়ও বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সপ্তর সম্পাদক এবং হারাটি ইউনিয়নের চেয়ারম্যান জনাব সিরাজুল খন্দকার রানা।প্রধান অতিথির বক্তবে শিক্ষার্থীদের অনেক দিক নিদের্শনা মূলক বক্তব্য রাখেন তিনি এবং বাল্য বিবাহ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতামূলক বক্তব্য রাখেন তিনি।অনুষ্ঠানে স্কুলের জন্য একটি টেবিল উপহার দেন এস. এস.সি শিক্ষার্থীরা।
বিশেষ অতিথিঃজনাব মোঃ আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা, হারাটি ইউনিয়ন।
সভাপতিত্ব করেনঃজনাব মোঃ জামাল উদ্দিন, প্রধান শিক্ষক,হারাটি বি,এল উচ্চ বিদ্যালয়।আলোচনা শেষে শিক্ষার্থীদের মঙ্গলকামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।