আলী আজীম, মোংলা (বাগেরহাট)
বিদেশে চিকিৎসা নিতে যাইনা। বিদেশে যাওয়াটা পছন্দও করিনা। সাধারণ মানুষ চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালের উপর নির্ভর করে। তাই হাসপাতালের সেবাটা গরিবমুখী হওয়া উচিত। গরিব মানুষেরা আমাদের আসল বন্ধু। মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র গুনগত পরিবর্তন সাধিত হয়ে সেবার মান উন্নত হচ্ছে ক্রমান্বয়ে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করার যোগ্যতা অর্জন করে নির্বাচিত হতে পারলে হাসপাতালে চেহারা পাল্টে দিবো। সেমবার (৬ নভেম্বর) সকালে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র আয়োজনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতি ও প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি একথা বলেন।
সোমবার সকাল ১১টায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সহকারি পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার ও থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দিন। সভায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভার কার্য বিবরণী ও প্রতিবেদন উপস্থাপন করেন কমিটির সদস্য সচিব ডা. মোঃ শাহীন। সভায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ নূর আলম শেখ, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মাসুদ রানা, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ ইব্রাহিম হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মৌসুমী সাহা, বীর মুক্তিযোদ্ধা বিশ্বাস রনজিত কুমার, পৌর কাউন্সিলর জাহানারা বেগম প্রমূখ। সভার কার্যবিবরণী ও প্রতিবেদনে ডা. মোঃ শাহীন বলেন রোগীবান্ধব হাসপাতালে উন্নীত করতে স্বাস্থকর্মীরা কাজ করছেন। বর্তমানে বহিঃ বিভাগে ২৫%, অন্তঃ বিভাগে ৪০%, জরুরি বিভাগে ৪৩%, প্রসূতি বিভাগে ৩৮% এবং নরমাল ডেলিভেরিতে ৩৪% রোগী ভর্তি বৃদ্ধি পেয়েছে। মাসিক র্যাংকিংয়ে ২০২২ সালের মার্চ মাসে সিরিয়াল ছিলো ১৭৮; সেখানে ২০২৩ সালের মার্চ মাসের র্যাংকিং সিরিয়াল হলো ৫৮। আমাদের টার্গেট হলো টপ টুয়েন্টির মধ্যে থাকা। ২০২৩ সালের ১ জুন থেকে হাসপাতালে অপারেশন কার্যক্রম শুরু হয়েছে। গত ৫ মাসে হাসপাতালে মেজর অপারেশন হয়েছে ৮৬টি, সিজার অপারেশ ৬৬টি, হার্নিয়া অপারেশন ৮টি, এপেন্ডিক্স অপারেশন ৫টি, ল্যাপারেটিম ১টি, অর্থপেডিক ১টি ও অন্যান্য ৫টি অপারেশন হয়েছে। হাসপাতাল ব্যবস্থপনা কমিটির সভায় সভার সভাপতি উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি ও অন্যান্য সদস্যবৃন্দ তাদের আলোচনায় হাসপাতাল পরিচালনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শাহীনের যোগ্য নেতৃত্ব প্রদানের ভূয়সী প্রশংসা করেন। সোমবার সকালে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভার আগে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি উপজেলা রক্ত পরিসঞ্চালন কেন্দ্র ও বহিঃ বিভাগে টেলিমেডিসিন সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এছাড় উপমন্ত্রী হাসপাতালে ডেঙ্গু রোগীদের ওয়ার্ড ঘুরে দ্যাখেন। বিকেলে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি প্রধানমন্ত্রীর খুলনার জনসভা সফল করতে চাঁদপাই ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন বলে জানা যায়।
আলী আজীম, মোংলা
০১৯২৫২৯৬৮২২