প্রেস বিজ্ঞপ্তিঃ
অদ্য ০১ই মে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়ন মৌলভীবাজার এক নং ও ২নং ওয়ার্ড মিলে সকল হাফেজের সম্মিলিত সংগঠন “আল-জমইয়্যাহ লিহাফিজিল কুরআন” -এর বার্ষিক প্রোগ্রাম শেষে সকল হাফেজ সদস্যদের সম্মতিক্রমে কাউন্সিল অনুষ্ঠিত হয়।
এতে নির্বাচনের মাধ্যমে সভাপতি হা. ইব্রাহিম, সেক্রেটারি হা. মনছুর আলম, অর্থ সম্পাদক হা. নুরুল মোস্তফা ও প্রচার সম্পাদক হা.আরফাত নির্বাচিত হয়।
উক্ত প্রোগ্রামে বার্ষিক হিসাব-নিকাশের পরক্ষণে উপদেষ্টা হা. আমানত উল্লাহ নেতৃত্বে নির্বাচিত সদস্যদেরকে এক বছরের জন্য ইসলামিক ও সামাজিক কার্যকলাপের দায়-দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।
প্রোগ্রামে উপস্থিত ছিলেন উপদেষ্ঠা হাফেজ আমানত উল্লাহ,হাফেজ নুর মোহাম্মদ,হাফেজ মুজিব উল্লাহ,হাফেজ শফিক ও সাবেক সভাপতি হাফেজ আবছার, হাফেজ ইব্রাহিম, হাফেজ জসিম, হাফেজ নুরুল মোস্তফা, হাফেজ ছৈয়দুল মোস্তফা, হাফেজ কাইসার, হাফেজ আবছার, হাফেজ ইউসুফ, হাফেজ মনছুর আলম, হাফেজ হুমায়ুন রশিদ , হাফেজ ইসমাইল. হাফেজ জুনাইদ, হাফেজ আব্দুর রহিম, হাফেজ নুর আলম, হাফেজ মামুন রশিদ, হাফেজ সহ সকল সদস্য উপস্থ ছিলেন।
এতে সভাপতি ও সম্পাদক বলেন: সমাজে ইসলামের মৌলিক শিক্ষা প্রচার, বাস্তবায়ন ও শরিয়ত বিরোধী কুকর্ম, মাদক, মদ, জুয়া, সুদ, ইত্যাদি কর্মকাণ্ড প্রতিরোধমূলক কাজ করবে বলে আশা ব্যক্ত করেন।
হাফেজ নুর মোহাম্মদ এর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।