রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দুর্গম চর থেকে দেশীয় বন্দুক সহ ডাকাত সাইফুল আটক বাটুল ভাইরাল বক্তা রফিকুল ইসলাম মাদানীর কথা বলে ২০ হাজার টাকা হাতিয়ে নিলো প্রতারক চক্র চিতলমারীতে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায়, সংবাদ সম্মেলন জামালগঞ্জে প্রেসক্লাব সভাপতি’তৌহিদ চৌধুরী প্রদীপ,সাধারণ সম্পাদক-আব্দুল্লাহ আল মামুন কালিগঞ্জে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মানের অভিযোগ বাগেরহাটে বিদেশী মদ ও ফেনসিডিল সহ মাদক কারবারি আটক ফুলবাড়ী সৈয়দ শামসুল হকের ৮৯ তম জন্মদিন উপলক্ষে শিশুসাহিত্য পুরস্কার ও গুণীজন সম্মাননা বোয়ালখালীতে ইউএনও উদ্ধার করল নবজাতক শিশুকে বনবিভাগের অভিযানে হরিণের মাংস আটক ফুলবাড়িতে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-১

১০ মাস পরে কৃষকের ভরষা আখের অর্জন 

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৪০১ বার পঠিত

এস এম হুমায়ুন,বাগেরহাট প্রতিনিধিঃ 

কৃষিনির্ভর বাগেরহাটে মৌসুমী সবজির পাশাপাশি দিন দিন বাড়ছে আখ চাষ। চলতি বছর জেলার কচুয়া উপজেলাতেই ৪ কোটি ৫৫ লাখ টাকার আখ বিক্রি হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। ৯১ হেক্টর জমিতে অন্তত ৪ হাজার চাষি বিএসআরই জাতের আখ চাষ করেছেন। জেলার চাহিদা মিটিয়ে কচুয়ার আখ দেশের বিভিন্ন এলাকায় যাচ্ছে।

উপজেলার গোপালপুর, কচুয়া সদর, রাড়ীপাড়া, বাধাল মঘিয়াসহ কয়েকটি ইউনিয়নে মাঠের পর মাঠ আখক্ষেত দেখা যায়। নিয়মিত ক্ষেত পরিদর্শন করে চাষিদের পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা।

৪১ বছর ধরে আখ চাষ করেন শওকত আলী। তিনি বলেন, প্রথম যখন এই অঞ্চলে আখ চাষ শুরু হয়, তখন আমরা অল্প কয়েকজন জড়িত ছিলাম। রোগ বালাই কম ও চাষাবাদ পদ্ধতি সহজ হওয়ায় দিন দিন আখ চাষ বাড়ছে এই উপজেলায়। অনেক কৃষক এখন আখ চাষ করেন।

চাষাবাদের বিষয়ে তিনি বলেন, পূর্ণ বয়স্ক আখের মাথার কিছু অংশ চারা তৈরিতে ব্যবহার করা হয়। সাত থেকে ১২ ইঞ্চি লম্বা খন্ড করে কেটে চারা পানিতে ভিজিয়ে রাখলে বোক (আখের গিরার কাছ থেকে ছোট চারার মতো) বের হয়। বোক বের হওয়া আখের খন্ড ভেজা মাটিতে রেখে দিলে আখের চারা তৈরি হয়। ১৫ থেকে এক মাস পর ভেজা মাটি থেকে উঠিয়ে আগে থেকে কুপিয়ে এবং চাষ দিয়ে রাখা ভিটায় (ক্ষেতে) লাগাতে হয়। চারা দেওয়া থেকে শুরু করে আখ বিক্রি পর্যন্ত ৮ থেকে ১০ মাস সময় লাগে।

কাছেম আলী শেখ নামে এক চাষি বলেন, প্রতি পিস আখ ২০ টাকা থেকে শুরু করে ৫০ টাকা পর্যন্ত বিক্রি হয় খুচরা বাজারে। প্রতি শতক জমিতে আখ চাষ করতে ৭০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত ব্যয় হয়ে থাকে। রোপনের পর প্রথম তিন মাস আখের সঙ্গে অন্যান্য সাথী ফসল যেমন লাল শাক, রসুন, পেঁয়াজ, মুলা, ডাটা, মরিচ, শসা ইত্যাদি চাষ করা যায়। অন্য ফসল থেকেই খরচের বড় অংশ উঠে আসে বলে জানান তিনি।

কচুয়া এলাকার রুস্তম শেখ বলেন, দুই বিঘা জমিতে আখ চাষে খরচ হয়েছে ৭০ হাজার টাকা। বিক্রি হয়েছে ২ লাখ টাকা। টেংরাখালী এলাকার এমরান হোসেন বলেন এক বিঘা জমিতে আখ চাষে খরচ হয়েছে ৪০ হাজার টাকা।বিক্রি হয়েছে ১লক্ষ ১০ হাজার টাকা।

আখচাষি তরিকুল ইসলাম জানান, বর্তমান সময়ে বাজারে আখের বেশ চাহিদা থাকায় জমি থেকেই পাইকার এসে প্রতিটি আখ ১০ থেকে ৩০ টাকা করে কিনে নিছে। এতে আমার পরিবহন খরচ হচ্ছে না।

কৃষক আবদুল্লা শেখ বলেন গত বছরের তুলনায় এবারে আখে দাম পাচ্ছি খুব ভালো, তবে আখ যদি আগাম বিক্রি করতে পারি তাহলে আমরা সঠিক মূল্য পাই।

আখ ব্যবসায়ী শামীম খান বলেন, প্রতি মৌসুমে চাষিদের কাছ থেকে অন্তত ১০ লাখ টাকার আখ কিনে খুচরা বাজারে বিক্রি করি। ক্ষেত থেকে আখ কিনতে পারলে লাভ একটু বেশি হয়। তাই সাধারণত চেষ্টা করি ক্ষেত থেকেই কেনার।

কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মামুনুর রশীদ বলেন, কচুয়ায় এ বছর ৯১ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। এই আখ ৪ কোটি ৫৬ লাখ টাকা বিক্রির আশা করা হচ্ছে। আমরা চাষিদের সব ধরনের কারিগরি সহায়তা দিয়ে থাকি। আশা করি চাষিদের ভালোই লাভ হবে। এছাড়া আখের সঙ্গে যাতে চাষিরা অন্যান্য সাথী ফসল চাষ করতে পারেন, সেজন্য নিয়মিত পরামর্শ দেওয়া হয়।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।