সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
বজ্রযোগিনী প্রক্তন ছাত্র ও অভিভাবক ফোরাম এর উপলক্ষে বৃত্তি প্রদান মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীর দিঘীরপাড় ইউনিয়ন শাখার উদ্দ্যোগে গন সমাবেশ অনুষ্ঠিত সুজন এর সাতক্ষীরা সদর উপজেলা কমিটি অনুমোদন কালিগঞ্জে ইকরা তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন  গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে আইইউটির শিক্ষার্থীর মৃত্যু ৩ আহত ১৫ রংপুরে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের বিভাগীয় সমাবেশ কালিগঞ্জে র‍্যাবের অভিযানে ৩৪৭বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক  বোয়ালখালীতে মদ বিক্রেতা আটক

১০বছরেও ৪ পুলিশ হত্যার বিচার না হওয়া দুঃখজনক —- ডিআইজি, রংপুর রেঞ্জ

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ২২৯ বার পঠিত
জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ রংপুর রেঞ্জের ডিআইজি মো: আব্দুল বাতেন ইসলাম বিপিএম, পিপিএম বলেছেন, মাদক সন্ত্রাস, বাল্যবিবাহ ও জঙ্গিবাদ নির্মুলে প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি নাগরিককে এগিয়ে আসতে হবে। তাদের ঐক্যবদ্ধভাবে সমাজ বির্নিমানে কাজ করতে হবে।ধর্মের দোহাই দিয়ে কেউ যদি নাশকতা আর বিশৃঙ্খলা করতে চায় তাহলে পুলিশ কঠোরভাবে তা দমন করবে। দশ বছর আগের পুলিশের সক্ষমতা আর আজকের সক্ষমতা এক নয়। বর্তমানে অপরাধীদের দমনে পুলিশের সক্ষমতা অনেকগুন বেড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আব্দুল বাতেন বিপিএম, পিপিএম।
শনিবার(১৯ আগস্ট) গাইবান্ধা জেলার  সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে জেলা পুলিশ কতৃক মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং,বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২০১৩ সালের ২৮শে ফেব্রুয়ারি চার পুলিশ সদস্যের হত্যাকারীদের বিচার না হওয়ার ক্ষোভ প্রকাশ করে তিনি আরো বলেন, দশ বছরেও আমার চার পুলিশ ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার না হওয়া অত্যন্ত দুঃখজনক। আগামী ডিসেম্বরের মধ্যেই এ হত্যাকাণ্ডের বিচার কার্য সম্পন্ন করা হবে ইনশাআল্লাহ।
গাইবান্ধা জেলা পুলিশ সুপার (এসপি) মো. কামাল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ডিআইজি আব্দুল বাতেন আরও বলেন, পুলিশের পায়ের জুতা থেকে মাথার টুপি, নামি-দামি গাড়ী সব জনগণের টাকায়। এটা পড়ে মাস্তানি বা বিলাসীতার জন্য নয়। জনগণকে সেবা দেওয়ার জন্যই আমরা অঙ্গীকারবদ্ধ। আসন্ন জাতীয় নির্বাচনে কেউ যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে বাধা দেয় তাহলে তা কঠোর হস্তে পুলিশ দমন করবে। সুন্দরগঞ্জের বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-নূর-এ আলম।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু প্রমূখ।
এর আগে জেলা পুলিশের একটি চৌকস দল প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রদান করেন। শেষে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি নিহত চার পুলিশ সদস্যের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।