মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী,চট্টগ্রামঃ
চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি ও সেবা মূলক সংগঠন আল আমিন সংস্থার উদ্দ্যোগে গত ২৩, ২৪ও২৫শে নভেম্বর ২২ বুধবার বাদে যোহর থেকে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ময়দানে ৩দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত তাফসিরুল কুরআন মাহফিলে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী , পরিচালক ঃ আল জামিয়া আজিজুল উলুম বাবুনগর।
আল্লামা মুহাম্মদ ইয়াহিয়া।
মহাপরিচালক দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী,
আল্লামা মুফতি রুহুল আমিন
খতিব জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ঢাকা,
প্রধান মুফাসসির হিসেবে উপস্থিত ছিলেন
আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী সিলেট,
মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ঢাকা,
আবদুল বাসেত খাঁন সিরাজী সিরাজগঞ্জ,
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঃ
মুফতি আরিফ বিন হাবিব ঢাকা,
মাওলানা মুস্তাকুন্নবী কুমিল্লা,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
আল্লামা শেখ আহমদ শাইখুল হাদীস দারুল উলুম হাটহাজারী,
মাওলানা উবাদুল্লাহ হামজা পরিচালক জামিয়া ইসলামিয়া পটিয়া,
মাওলানা সালাহউদ্দিন সাহেব,
পরিচালক জামিয়া ওবাইদিয়া নানুপুর
মাওলানা আরশাদ রহমানী,
পরিচালক বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার,
মাওলানা সাজিদুর রহমান
মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশ,
মাওলানা মুফতি হাবিবুর রহমান কাসেমী
পরিচালক নাজির হাট বড় মাদরাসা,
মাওলানা মুফতি জসিম উদ্দিন
সহকারী পরিচালক দারল উলুম হাটহাজারী,
মাওলানা ওসমান ফয়েজী
পরিচালক মেখল হামিউসসুন্নাহ মাদরাসা,
মাওলানা হেলাল বিন জমির
চেয়ারম্যান আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন,
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন
মাওলানা মাহমুদুল হাসান,
পরিচালক নাছিরুল ইসলাম মাদরাসা ফতেহপুর
আরো উপস্থিত ছিলেন ঃ
মাওলানা মুফতি হামেদ জাহেরী ঢাকা,
মাওলানা মুফতি কেফায়েতুলাহ আজহারী ঢাকা,
মাওলানা মুরতাজা হাসান ফয়েজী ঢাকা,
মাওলানা ইসমাঈল খাঁন মেখল,
ড.মাওলানা নুরুল আবছার আজহারী হাটহাজারী,
গাজী সানাউল্লাহ রহমানী ঢাকা,
হেদায়েতুল্লাহ আজাদী ঢাকা,
মুফতি রাফি বিন মুনির ঢাকা,
মাওলানা উবাইদুর রহমান হুজাইফী ঢাকা,
মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী ঢাকা
ড.আ.ফ. ম. খালেদ হোসেন চট্টগ্রাম
তাফসীরুল কুরআন মাহফিলে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় হাজারো আলেম ওলামা তলাবা ও তৌহিদী জনতায় ভরপুর ছিল