নিজস্ব প্রতিনিধি ঃ মোঃ মিজানুর রহমান চৌধুরী
গতকাল মহারাজ রেস্টুরেন্ট ইসিবি চত্ত্বর মিরপুর, সন্ধ্যা সাতটা । ৯৩ বন্ধু জনাব মোঃ জাকির হোসেন এর উদ্যোগে এবং সঞ্চালনায় জনাব মোঃ ডালিম, দোয়া পরিচালনায় অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুস,
বন্ধুদের স্মরণে এবং বন্ধুদের পিতা-মাতার স্মরণে এক দোয়ার অনুষ্ঠান সম্পন্ন করেছে , উক্ত অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেছে সবার প্রাণপ্রিয় বন্ধু, ব্যবসায়ী বন্ধু, মানবিক বন্ধু, ভালোবাসার বন্ধু, ৯৩ বন্ধু অত্র গ্রুপের এডমিন জনাব মোঃ জাকির হোসেন , জনাব মোঃ জাকির হোসেন কে ফুল দিয়ে অভিনন্দন জানাই।
অনুষ্ঠানে আরো যারা সহযোগিতা করেছে , বন্ধু জনাব মোঃ মুকুল মৃধা , বন্ধু হাসান ইমাম ডালিম, বন্ধু আব্দুল আজিজ টাঙ্গাইল, বন্ধু মোঃ আবুল হাসেম।
উপস্থিত ছিলেন 93
সাংবাদিক মোঃ মিজানুর রহমান চৌধুরী, মোঃ আতাউর রহমান, মোঃ জিন্নাত, মোঃ ইউনুস , মোঃ আলম , আবুল কাশেম , মোঃ সানাউল্লাহ , মোঃ সহিদ বেপারী , সাইফুল ইসলাম , ফজলুল হক, আরো অনেক বন্ধু ।
এ্যাডভোকেট মোঃ ইউনুস দোয়াতে, বন্ধু সময়ের সংলাপ নিজস্ব প্রতিনিধি জনাব মোঃ মিজানুর রহমান চৌধুরীর মা সহ সকল মৃত্যু ব্যক্তিদের আত্মার মাগফেরাত এবং জীবিত সবাইর জন্য আল্লাহ কাছে বলে, সমস্ত ৯৩ বন্ধুদের কে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, নিরাপদে রাখো আমিন। দোয়া শেষে সকল বন্ধু
মিলেমিশে সমাজে ভালো কাজে নিজেকে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ । মহারাজ হোটেলে খাওয়া দাওয়া শেষ করে , পরে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।