বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
ছাদখোলা বাসে বাফুফে গমন চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের  রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে এলাকাবাসী মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু কালিগঞ্জের কৃতি সন্তান এ্যাডঃ আব্দুস সাত্তার পিপি নিযুক্ত হলেন কালিগঞ্জ অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেন হাফিজুর রহমান কালিগঞ্জে ইউপি চেয়ারম্যানের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে শাস্তির দাবীতে  মানববন্ধন অনুষ্ঠিত  সাংবাদিকদের তথ্য না দিয়ে উধাও মাদ্রাসা সুপার,সুপারের নিয়োগ বাতিল চায় এলাকাবাসী আল্লাহওয়ালাদের সান্নিধ্যে যেতে হবে: মুফতী খলীল আহমদ কাসেমী  বোয়ালখালীতে এসএ সল্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে বিশ হাজার জরিমানা ফুলবাড়ীতে ছাত্রলীগ নেতা আটক

মানিকগঞ্জে শিক্ষক মারধরের ঘটনায় অভিযুক্ত এক আসামি গ্রেফতার।

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ২৪০ বার পঠিত

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি,মোঃ শামীম মিয়াঃ-

মানিকগঞ্জ জেলা সাটুরিয়া উপজেলার হরগজে অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের স্কুলে যাওয়ার পথে ছাত্রীদের উপর উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ইংরেজি শিক্ষক মোঃ তোফাজ্জল হোসেনকে মারধর করার ঘটনায় মামলায় অভিযুক্ত দুই আসামি বিদ্যালয়ের সাবেক ছাত্র আলামিন নামক একজনকে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ঢাকা থেকে অভিযুক্ত আসামি বিদ্যালয়ের সাবেক ছাত্র আলামিন কে গ্রেপ্তার করে পুলিশ। আলামিন গ্রেফতার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুকুমার বিশ্বাস।এদিগে আলামিনকে গ্রেপ্তার করায় সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী ও হরগজ শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বজলুর রহমান। তিনি সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)কে ধন্যবাদ জানিয়ে অন্য আরেক আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। উল্লেখ্য ৯ ই নভেম্বর বুধবার পৌনে ১০ টার সময় সাটুরিয়া উপজেলার হরগজ ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহকারী শিক্ষক মোঃ তোফাজ্জল হোসেনকে ডেকে এনে পিটিয়ে আহত করার অভিযোগ ওঠে একই বিদ্যালয়ের সাবেক ছাত্র আলামিন (২১) ও রমজান আলী সজলের (২১) বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় শিক্ষক তোফাজ্জল হোসেনকে সাটুরিয়া উপজেলা ৫০ শষ্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস কে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি সাংবাদিকদেরকে জানান,শিক্ষক মারধরের ঘটনায় দু’জনকে আসামি করে থানায় মামলা হয়েছে এবং তাদের মধ্যে আলামিন নামক একজনকে আজ ভোর ৪ ঘটিকার সময় ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় অভিযুক্ত অন্য আরেক আসামিকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।