মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন  মধ্যনগরে চামরদানী ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা থেকে বঞ্চিত ভুক্তভোগীরা বোয়ালখালীতে গরু চুরি প্রতিরোধে খামারিদের সভা  ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে বছরে রাজস্ব আসবে ৫ হাজার কোটি টাকা-যাত্রী কল্যান সমিতি  বাঘায় আনিসুর রহমানের খুনি গেপ্তার তাহিরপুরে ক্রিকেট খেলা উদ্বোধন করলেন ইউনিয়ন চেয়ারম্যান জুনাব আলী সাতক্ষীরায় শিশুসহ দু’জনের অস্বাভাবিক মৃত্যু  রংপুরে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল  বজ্রযোগিনী প্রক্তন ছাত্র ও অভিভাবক ফোরাম এর উপলক্ষে বৃত্তি প্রদান মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীর দিঘীরপাড় ইউনিয়ন শাখার উদ্দ্যোগে গন সমাবেশ অনুষ্ঠিত

কালীগঞ্জে ওয়াবদার ভেড়ি বাঁধের মাটি কেটে ভাটায় নেওয়ার অভিযোগ 

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ১২৬ বার পঠিত

হাফিজুর রহমান,কালিগঞ্জ থেকে:

পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ও পাশে গভীর গর্ত খুঁড়ে মাটি নিয়ে একতা ব্রিকস নামে ইটভাটায় নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আর এর ফলে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ টি চরম হুমকির মুখে পড়ায় জনমনে আতঙ্ক শুরু হয়েছে।

গত এক সপ্তাহ ধরে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের তেতুলিয়া গ্রামের ৬ ফোকর সুইচগেট সংলগ্ন এ ঘটনা ঘটে গেলেও দেখার কেউ নাই। তেতুলিয়া গ্রামের মোখলেসুর রহমান পল্টু এবং তার ভাই জাকির হোসেন জাতীয় দলের ক্রিকেটার মুস্তাফিজুর রহমান এর ভাই হওয়ায় তার নাম ভাঙিয়ে প্রতিনিয়ত এ কাজ চালিয়ে গেলেও প্রতিবাদ করেও কোন কাজ হয়নি।

তবে বিষয়টি নিয়ে সাতক্ষীরার পানি উন্নয়ন বোর্ডের কালিগঞ্জ উপজেলায় ৫ নাম্বার পোল্ডারের দায়িত্বে উপসহকারী প্রকৌশলী শাহনাজ পারভিন ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান বিষয়টি নিয়ে এর আগে তাকে নিষেধ করা হয়েছে আমি এখনই লোক পাঠাচ্ছি। তেতুলিয়া গ্রামের আলমগীর, হাফিজুর, মুসা, ইসমাইল সহ একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানান দীর্ঘদিন যাবত কোন ধরনের কাগজপত্র ছাড়া জাতীয় দলের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের নাম ভাঙিয়ে তার ভাই মোখলেসুর রহমান পল্টু এবং জাকির হোসেন মিলে একতা ব্রিকস নামে কাক শিয়ালি নদীর পাড়ে ইটভাটা পরিচালনা করে আসছে।

বর্তমান ওয়াবদার ভেড়িবাধ এবং বাঁধের পাশে মাটি কেটে গর্ত খুঁড়ে বাঁধ কে ঝুকির ভিতরে ফেলেছে। যে কোন সময় বড় ধরনের ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস হলে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা তলিয়ে যাবে।

বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী। এ প্রসঙ্গে ভাটা মালিক মোখলেসুর রহমান পল্টু র বিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান ভাঁটার কাগজপত্র ইউ পি সদস্য আব্দুস সাত্তারের নামে আছে। আমরা শেয়ার কিনেছিলাম বর্তমান আমাদের নামে করার জন্য কাজ চলছে। পানি উন্নয়ন বোর্ড এর বাঁধের মাটিকাটা প্রসঙ্গে জানতে চাইলে তিনি নিজেদের কেনা জায়গা বলে দাবি করেন এবং বলেন পানি উন্নয়ন বোর্ডের ভেড়িবাধ পরে সংস্কার করে দেয়া হবে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।