সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত  “সপ্ন জার, ফ্রিজ তার” স্লোগানে জুটিবদ্ধ কেয়া-পলক টঙ্গীবাড়ীতে পরকিয়া প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় প্রবাসীর স্ত্রী কে আটক মুন্সীগঞ্জে শ্রীনগরে ঐতিহ্যবাহী আড়িয়াল বিলের বৈচিত্র্য রক্ষায় চেকপোস্ট বসানোর ঘোষণা, মাটি কাটা বন্ধে উদ্যোগ। মুন্সীগঞ্জে বিক্রমপুর চাঁদের হাটের বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মুন্সীগঞ্জ জেলা শাখার মাসিক  বৈঠক অনুষ্ঠিত। কালিগঞ্জে মৌতলা একতা যুব সংঘের উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে সিরাজদিখানে কবিরাজের বিরুদ্ধে সাংবাদিকের মিথ্যা মামলা দায়ের! গতকাল ব্রাসেলস প্রেসক্লাবে সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন, বজলুর রশীদ বুলু। মুন্সীগঞ্জে মাদক মামলার আসামীর ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

নওগাঁর মান্দায় গ্রাম পুলিশকে মারধরের ঘটনায় মামলা।

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৩১৯ বার পঠিত

মোঃ রায়হান আলী নওগাঁঃ

নওগাঁর মান্দায়র নিয়োগ সংক্রান্ত বিষয়ে জের ধরে কশব উচ্চ বিদ্যালয়ে হামলা ও এক গ্রাম পুলিশেকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কশব উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এবিষয়ে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক আলী সরদার বাদী হয়ে মান্দা থানায় ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহারে সূত্রে জানা যায়, গত রবিবার বিকেল ৫টার দিকে প্রধান শিক্ষক মোবারক আলী সরদার সহকারী শিক্ষক মকবুল হোসেনসহ কয়েকজন শিক্ষককে নিয়ে বিদ্যালয়ের বেতন-বিল ও দাপ্তরিক কাজ করছিলেন। এসময় কম্পিউটার ল্যাব অপারেটর পদে স্থগিত হওয়া নিয়োগ গোপনে দেয়া হচ্ছে এমন সন্দেহে আসামিরা সংঘবদ্ধ হয়ে সন্ধ্যার দিকে বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে কাজে বাধা প্রদানসহ প্রধান শিক্ষককে মারধর করেন ও জিম্মি করে রাখেন।

এ ঘটনা কশব উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক আলী সরদার বলেন, আসামিরা আমাদের কে জিম্মি করে রাখাই উপায়ান্তর না পেয়ে সহায়তার জন্য মান্দা থানার ওসিকে বিষয়টি অবহিত করি। ১ ঘন্টা পরে রাত ৭টার দিকে ওসি শাহিনুর রহমান সঙ্গীয় ফোর্স ও গ্রাম পুলিশ খইরুল ইসলাম খয়েরকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ে আসেন। এসময় উত্তেজিত জনতা মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমানের সামনে গ্রাম পুলিশ খয়েরকে মারধরসহ তাঁর পরনে থাকা সরকারি পোষাক ছিঁড়ে নষ্ট করে ফেল।

উল্লেখ্য, মান্দা উপজেলার কশব উচ্চবিদ্যালয়ে পাঁচটি পদে গত ২৬ আগস্ট নিয়োগবোর্ড অনুষ্ঠিত হয়। শুরু থেকে এসব পদে নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় লোকজন। এর জের ধরে করে গত রোববার রাতের অন্ধকারে সদ্য নিয়োগকৃত কর্মচারীদের যোগদানের প্রক্রিয়া সম্পন্ন করার অভিযোগ করেন তারা।

এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিশৃঙ্খলার খবর পেয়ে সেখানে যাই। গ্রাম পুলিশকে মারধরের ঘটনায় একটি মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।