রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে বিক্রমপুর চাঁদের হাটের বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মুন্সীগঞ্জ জেলা শাখার মাসিক  বৈঠক অনুষ্ঠিত। কালিগঞ্জে মৌতলা একতা যুব সংঘের উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে সিরাজদিখানে কবিরাজের বিরুদ্ধে সাংবাদিকের মিথ্যা মামলা দায়ের! গতকাল ব্রাসেলস প্রেসক্লাবে সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন, বজলুর রশীদ বুলু। মুন্সীগঞ্জে মাদক মামলার আসামীর ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অসুস্থ সাংবাদিক লিটন মাহমুদকে দেখতে মুন্সীগঞ্জ এলেন সোনিয়া দেওয়ান প্রীতি জুসের সাথে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন: ৩ আসামির প্রত্যেককে ৫ বছরের কারাদণ্ড হলিউডের Rags to Riches মু‌ভি‌তে মুন্সীগ‌ঞ্জের আর পি রুবেল জিয়া নাগরিক ফোরাম (জিনাক) এর মুন্সীগঞ্জ জেলা সভাপতি হাসেম 

বাঘের অবয়ব তৈরী করল বনবিভাগ

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ১৩২ বার পঠিত

বাগেরহাট প্রতিনিধিঃ

বিশেষজ্ঞ দল সঙ্গে নিয়ে কুমিরের অবয়ব বানিয়েছিল সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল প্রজনন কেন্দ্র। এবার তারা কোনো বিশেষজ্ঞ ছাড়া বানিয়েছেন বাঘের অবয়ব। এটি তৈরিতে ব্যবহার করা হয়েছে একটি মৃত বাঘের হাড় ও বিভিন্ন অঙ্গ। নিজেদের চেষ্টায় এ কাজে বন বিভাগের কর্মকর্তাদের সময় লেগেছে এক বছর।

গত বছরের ২৯ জানুয়ারি সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের দুবলার চরে বার্ধক্যজনিত কারণে একটি বাঘ মারা যায়। সেই বাঘের হাড় ও অন্যান্য অঙ্গ দিয়ে এই অবয়ব তৈরি করা হয়েছে।

অবয়ব তৈরিতে নেতৃত্ব দেন সুন্দরবন পূর্ব বন বনবিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির। তাকে সহযোগিতা করেছেন বন বিভাগের বোটম্যান মোস্তাক আহমেদ, কুমির শেডের তত্ত্বাবধায়ক নিমাই রপদান ও করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র জামে মসজিদের ইমাম হাফেজ আবুল হাসান।

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, করমজলে আগে একটি কুমিরের অবয়ব তৈরি করা হয়েছিল। সে সময় আমাদের সহযোগিতা করেন একদল বিশেষজ্ঞ। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার আমরা নিজেদের চেষ্টায় বাঘের অবয়ব বানিয়েছি। নিজেদের আগ্রহ থেকে এতি তৈরি করেছি। মৃত বাঘের চামড়াটি সংরক্ষণ করা হয়েছে।

আজাদ কবির আরও বলেন, চামড়া ও হাড় দীর্ঘস্থায়ী করতে ধাপে ধাপে নানা প্রক্রিয়া সম্পন্ন করেছি। এ কারণে সময় বেশি লেগেছে। বাঘের অবয়ব ও চামড়া দর্শনার্থীদের জন্য করমজল ইন্টারপিটিশন এবং ইনফরমেশন সেন্টারে রাখা হবে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।