সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
জিয়া নাগরিক ফোরাম (জিনাক) এর মুন্সীগঞ্জ জেলা সভাপতি হাসেম  জুলাই বিপ্লবের অন্যতম কারিগর জাজাকাল্লাহ সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ  মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের উদ্যোগে  বনভোজন  অনুষ্ঠিত । ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে মুন্সীগঞ্জ আইনজীবী সহকারীদের মানববন্ধন  মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীরা চরকেওয়ারে‎ শ্রীনগর থানা পরিদর্শনে মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের শুভেচ্ছা  জানিয়েছেন সাইদুর রহমান ফকির । মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীর তীরে অষ্টমী স্নান উৎসব পালিত মুন্সীগঞ্জে বিএনপি’র দুই নেতাকে জড়িয়ে অপপ্রচারের চেষ্টা সিরাজদিখানে প্রবাসী পরিবারের ওপর হামলা, টাকা-স্বর্ন লুট, শ্লীলতাহানির অভিযোগ

ভাটির অঞ্চলের আলো’ শাহেদ আলী’র ২১তম মৃত্যু বাষির্কী আজ

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ২০২ বার পঠিত

এস এ আখঞ্জী,তাহিরপুরঃ-

ভাটি অঞ্চলের জনপদে যখন শিক্ষা, দীক্ষা অর্জনের ছিল না কোনো সুব্যবস্থা। স্থানীয়রা ও ছিল  পাঠশালার জ্ঞান অর্জনে উদাসীন। শিক্ষার আলোহীন,  অন্ধকারে নিমজ্জিত ছিল ভাটির অঞ্চল। এর ফাঁকে প্রতিভা আর কঠিন অধ্যাবসায়ের মাধ্যমে শিক্ষার আলোয় আলোকিত করতে সক্ষম হয়েছেন, কবি, সাহিত্যক, ভাষা সৈনিক শাহেদ আলী। যার আলোয় আলোকিত গুটা ভাটির অঞ্চল আজ। ৬ নভেম্বর ২০০১ সালে, এই দিনে স্রষ্টার ডাকে সাড়া দিয়ে জীবনের গল্প অবসান ঘটিয়ে চলে গেছেন, ওপারে।

সেই মহান ভাষা সৈনিক, অধ্যাপক শাহেদ আলী’র ২১তম মৃত্যু বার্ষিকী আজ।

ভাষা সৈনিক শাহেদ আলী,  সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে অজয় পাড়া  মাহমুদপুর গ্রামের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে ২৬ মে, ১৯২৫ সালের জন্ম গ্রহণ করেন তিনি ।

কর্মময় জীবনে অর্জন করেছেন, অনেক রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন জাতীয়  স্বীকৃতি”,  সাহিত্য,  ইসলামী প্রবন্ধ, অনুবাদ সাহিত্য ছোট গল্প,  বিষয় ইসলামী ঐতিহ্য ইসলামি বিপ্লব উল্লেখযোগ্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৬৪) একুশে পদক ১৯৮৯, ইসলামিক ফাউণ্ডেশন পুরস্কার ১৯৮৬, কিশোর কন্ঠ সাহিত্য পুরস্কার মরণোত্তর (২০০৩) এই মহান মানুষটি বহু গুণে গুনাম্বিত

হয়েছেন নিজের আলোর শিখা,যার আলোকিত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তথা পুরো ভাটি অঞ্চল।

ইচ্ছা থাকলেই সফল হওয়া যায়, তিনি তা প্রমাণ করে গেছেন,  অজয়পাড়ার গ্রাম থেকে। যোগাযোগ বিছিন্ন, অভাব, অনটন সব প্রতিকূলতাকে পাশকাটিয়ে অর্জন করেছেন

সফলতার মুকুট। তিনি একাধারে কবি, সাহিত্যক, সম্পাদক, মহান পেশা শিক্ষকতা

করেছেন। মায়ের ভালবাসা সম্মান অক্ষুণ্ণ রাখতে, ১৯৫২ সালে সক্রিয় ভূমিকায় রাজপথে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। ফাতেমা পাটির প্রতিনিধি হয়ে,  হয়েছেন আইন সভার সদস্য।

তারঁ কর্মের মাধ্যমে সৃষ্টি করেছেন, অনেক গল্পগ্রন্থ তার মধ্যে উল্লেখ যোগ্য, একই সমতলে,  জীব্রাইলের ডানা, পোড়ামাটির গন্ধ  প্রমুখ।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।