মধ্যনগর(সুনামগঞ্জ)বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের আলীয়ারপুর ও বলরামপুর গ্রামবাসী কবরস্থান দখলের অভিযোগ এনে , টেপিরকোনা গ্রামের আসাদুজ্জামান রোকন ও তার বড় ভাই মিলন এর বিরুদ্ধে, ১৮ মে বৃহস্পতিবার ইউএনও বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছে। জানা যায়, পার্শ্ববর্তী গ্রামের রুকন ও তার বড় ভাই মিলন কবরস্থান দখলের পাঁয়তারা চালানোর প্রতিবাদে এ অভিযোগ উঠেছে । এবিষয়ে আলীয়ারপুর ও বলরামপুর গ্রামবাসীর কবরস্থান উন্নয়ন কমিটির সভাপতি মোঃ রঙ্গুমিয়া, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সহ ৯ সদস্য বিশিষ্ট যৌথ স্বাক্ষরে, লিখিত অভিযোগ দায়ের করেন। আরও জানা যায় আলীয়ারপুর ও বলরামপুর গ্রামবাসী কবরস্থানের জন্য উত্তর দৌলতপুর মৌজার, ৩৭৩ নং খতিয়ানের, ৮৭ দাগের, ১ একর ৩০ শতাংশ ভূমি খরিদ করে, কবরস্থান এর নামে রেকর্ড করিয়েছে। অথচ টেপিরকোনা গ্রামের কবরস্থানের নামে সরকারি বরাদ্দ কৃত ৫ লাখ টাকার কাজ শুরু হয় , এই মর্মে আসাদুজ্জামান রোকন তাদের কবরস্থান দাবী করে সরকারি ৫ লাখ টাকার বরাদ্দের কাজ ঠিকাদারির মাধ্যমে বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজ অপু নামে ঠিকাদার গত ১৭ মে বুধবার শুরু করে। এর পর অবৈধ কবরস্থান দখলের প্রতিবাদে এ লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত আসাদুজ্জামান রোকন কে জিজ্ঞেস করলে,তিনি বলেন,এ কবরস্থান আদি আমল থেকেই টেপিরকোনা গ্রামের দাবী করেন এবং তার অহেতুক আমার বিরুদ্ধে অভিযোগ করেছে । এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান বলেন, কবরস্থানের দ্বদ্দ্ব নিয়ে অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে ব্যবস্হা গ্রহন করা হবে।