মানিকগঞ্জ জেলা প্রতিনিধি,মোঃ শামীম মিয়াঃ-
আজ ২৯ ই নভেম্বর মঙ্গলবার বিকেল ৩.০০ ঘটিকার সময় মানিকগঞ্জ জেলা শিবালয় উপজেলা শিমুলিয়া ইউনিয়নের অন্তর্গত জামশা গ্রামে দিয়ারচর শাকরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মৃতঃ আব্দুল জলিল মিয়ার বাড়িতে লাইভষ্টক ও ডেইরি উন্নয়ন প্রকল্প ( এলডিডিপি) আওতায় গবাদিপশু পালনকারী খামারিদেরকে নিয়ে “পিজি মোবিলাইজেশন ও লাইভষ্টক ফামার্রস ফিল্ড স্কুল বাস্তবায়ন” বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জামশা দুগ্ধ উৎপাদন কারি সমিতির সকল সদস্য বৃন্দ। শিবালয় উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ জয়নাল আবেদীন সভায় উপস্থিত সকল সদস্যদের মাঝে গবাদি প্রাণীদের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধে নিয়মিত ভ্যাকসিন প্রদান,গবাদি পশুর সঠিক সময় সু- চিকিৎসা দেওয়া ও কিভাবে বেশি করে দুধ উৎপাদন করা যায় সে সম্পর্কে আলোচনা করেন। তিনি সমিতির সকল সদস্যদেরকে সমিতির একাউন্টে প্রতিমাসে নিয়মিত একটি নিদিষ্ট হারে ফি জমা প্রদানের কথা বলেন যাতে সমিতির সকল সদস্য গবাদিপশু পালনকারী খামারিগন( এলডিডিপি) প্রকল্পের মাধ্যমে সরকারি বিভিন্ন সুয়োগ-সুভিধা ভোগ করতে পারেন। সভায় উপস্থিত ছিলেন সমিতির অন্যতম সদস্য গবাদিপশু পালনকারী বৃহৎ খামারি শিবালয় উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লতা আক্তার, উপজেলা প্রাণীসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের (এলডিডিপি) প্রকল্পের ফিল্ড এ্যাসিটেন্ট পবিত্র কুমার ও অত্র প্রকল্পে শিমুলিয়া ইউনিয়ন কর্মরত” লাইভষ্টক সার্ভিজ প্রোভাইডার “মোঃ আসলাম মিয়া সহ সকল সুভিধা ভোগী গবাদি পশু পালনকারী খামারিগন। সভায় অর্থ সহয়তার যোগান দেন প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প( এলডিডিপি)। সভাটি প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, শিবালয়, মানিকগঞ্জ কর্তৃক আয়োজিত হয়।