মানিকগঞ্জ জেলা প্রতিনিধি,মোঃ শামীম মিয়া ঃ-
আজ সকাল ১১.০০ ঘটিকার সময় মানিকগঞ্জ পৌর সভার কক্ষে পৌর সভা শহর সমন্বয় কমিটি(TLCC) এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জ পৌর সভার মেয়র মোঃ রমজান আলী। সভার শুরুতে মেয়র স্বাগতিক বক্তব্য শহর সমন্বয় কমটির উপস্থিত সকল সদস্যদের কে ধন্যবাদ জানিয়ে সভার কাজ শুরু করেন। তিনি সকল সদস্যদের কে পৌর উন্নয়নে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে আহবান জানান। শহর সমন্বয় কমিটির সকল সদস্যদের দেওয়া দিক নিদের্শনা মূলক পদক্ষেপ গুলো পৌর পরিষদ অনুসরন করেছে বলে তিনি দাবি করেন।মেয়র পৌরসভা উন্নয়নের ক্ষেত্রে মানিকগঞ্জ পৌরসভা কে একটি আধুনিক পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার জন্য আয় বাড়ানোর কথা বলেন। এ ক্ষেত্রে সভায় তিনি আরও বলেন আমাদের সকল কে শুধু বৈদেশিক আয়ের দিগে তাকিয়ে থাকলে চলবেনা নিজেদেরকে আয় বাড়াতে হবে। আমাদের নিজেদের আয় বাড়ানোর জন্য নতুন নতুন খাত গ্রহন করতে হবে। আমাদের নিজেদের অর্থ দিয়ে গুরুত্বপূর্ণ জনবান্ধব প্রকল্প আমাদের গ্রহন করতে হবে। তিনি সকলকেই কাদে কাদ মিলিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে মানিকগঞ্জ পৌরসভা কে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার আহবান জানান। মেয়র বলেন যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করি তাহলে আগামী ৬ মাসের মধ্যে মানিকগঞ্জ পৌর শহরের চিত্র পাল্টে যাবে নিশ্চিত। সভায় উপস্থিত ছিলেন, পৌর প্রধান নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ বজলুর রহমান, পৌর নির্বাহী প্রকৌশলী বেল্লাল হোসেন,শহর সমন্বয় কমিটি( TLCC) সদস্য, এ্যাডঃ এটিএম শাজাহান, খান বাহাদুর আওলাদ হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ হোসনে আরা বেগম, জরিনা কলেজ অধ্যক্ষ আব্দুল করিম বিশ্বাস,শাহাদাৎ হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক জেল সুপার( মোঃ হেলাল উদ্দিন ), মোঃ আলাউদ্দিন রায়হান,লতা আক্তার, এ্যাডঃ আবু বকর সিদ্দিক তুষার সহ পৌরসভার সকল কাউন্সিলর ও শহর সমন্বয় কমিটি( TLCC) সকল সদস্য বৃন্দ।