বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
আনমনা প্রাঙ্গণের চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুক্রবার মুন্সীগঞ্জে হারিয়ে যাচ্ছে ২০০ বছরের মৃৎ শিল্পের ঐতিহ্য মুন্সিগঞ্জে সচিবের বাড়িতে ডাকাতির অভিযোগ মুন্সীগঞ্জে ঘনকুয়াশায় নৌযান ৮ ঘন্টা আটকা, হাজার মানুষের চরম দূর্ভোগ মুন্সীগঞ্জে শহীদ জিয়া পরিষদের সদর থানার সভাপতি আলী আজগর পলাশ,সম্পাদক আরিয়ান রাজ ( রউফ) উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে আগুনে পুড়ল দোতলা ঘর ফুলবাড়ীতে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বিগত বছরে ৬৩৫৯ সড়ক দুর্ঘটনায় ৮৫৪৩ জন নিহত – যাত্রী কল্যাণ সমিতি বোয়ালখালীতে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মোল্লাহাটে প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান কার্যক্রম শুরু

আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট বাগেরহাটঃ
  • আপডেট সময় বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১২৪ বার পঠিত

 

আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাটঃ

বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলায় প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। ৭ নভেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় মোল্লাহাট উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা আঞ্চলিক কার্যালয় চলতি (২০২৩-২০২৪ অর্থ বছরের) আনুষ্ঠানিকভাবে এ প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা চলতি অর্থ বছরের মোল্লাহাট উপজেলায় প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার।

প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনা ও বরিশাল বিভাগীয় আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী পরিচালক এবং জরিপ কার্যক্রমের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: গোলাম ফেরদৌস, অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল,

প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, বাগেরহাট জাদুঘরের কাস্টোডিয়ান মো: জায়েদ, রবীন্দ্র কুঠিবাড়ি জাদুঘরের কাস্টোডিয়ান মো: আল আমিন, ফিল্ড অফিসার মোসা: আইরিন পারভীন, সহকারী কাস্টোডিয়ান মো: হাসানুজ্জামান, সহকারী কাস্টোডিয়ান মো: দবীর হোসেন, সহকারী কাস্টোডিয়ান আরিফুর রহমান, আঞ্চলিক দপ্তর খুলনার ফটোগ্রাফার মো: মোজাহার হোসেন, জাহান্দার আলী, মার্কসম্যান এনামুল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতি প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনা ও বরিশাল বিভাগীয় আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন জানান, প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধানকারী দলটি মাঠগবেষণা ও অনুসন্ধানের মাধ্যমে আবিষ্কৃত প্রাচীন স্থাপনা অনুসন্ধান, নথিভুক্তিকরণ, সংরক্ষণ যোগ্যতা যাচাই, ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক, সাংস্কৃতিক ও স্থাপত্যিক গুরুত্ব নিরূপণ করবে। মাঠ জরিপ ও অনুসন্ধান কার্যক্রম শেষে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা আঞ্চলিক কার্যালয় সংরক্ষণ যোগ্য স্থাবর ও অস্থাবর পুরাকীর্তির তালিকা প্রকাশসহ জরিপ প্রতিবেদন প্রকাশ করবে।

উল্লেখ্য, ২০২৩-২০২৪ অর্থবছরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাথে সম্পাদিত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বাৎসরিক কর্মসম্পাদন চুক্তির আওতায় স্থাবর পুরাকীর্তি অনুসন্ধান এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাঠগবেষণা কর্মের অংশ হিসেবে ২০১৪ সাল থেকেই যথারীতি জরিপ ও অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। ইতিমধ্যে খুলনা ও বরিশাল বিভাগের অন্তর্ভুক্ত জেলা সমূহের মধ্যে নড়াইল,মেহেরপুর, কুষ্টিয়া, সাতক্ষীরা, খুলনা, চুয়াডাঙ্গা, বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায় প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা আঞ্চলিক কার্যালয়। ২০২০-২১ অর্থবছর থেকে বাগেরহাট জেলায় প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান কার্যক্রম শুরু হয়।ইতিমধ্যে জরিপ কার্যক্রমের আওতায় এ জেলার বাগেরহাট সদর,রামপাল, মোরেলগঞ্জ উপজেলায় প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে প্রায় দুই শতাধিক প্রাচীন স্থাপত্য কাঠামো,প্রত্নস্থল ও ঢিবি চিহ্নিত ও নথিভুক্ত করেছে। ১১ টি ক্যাটাগরিতে দুই শতাধিক চিহ্নিত স্থাপনার মধ্যে রয়েছে মসজিদ, মন্দির, মঠ ও সমাধি, আবাসিক স্থাপনা, প্রাচীন সেতু,নীলকুঠি, জমিদারবাড়ি ও প্রত্নতাত্ত্বিক ঢিবি।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।