বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুসের সাথে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন: ৩ আসামির প্রত্যেককে ৫ বছরের কারাদণ্ড হলিউডের Rags to Riches মু‌ভি‌তে মুন্সীগ‌ঞ্জের আর পি রুবেল জিয়া নাগরিক ফোরাম (জিনাক) এর মুন্সীগঞ্জ জেলা সভাপতি হাসেম  জুলাই বিপ্লবের অন্যতম কারিগর জাজাকাল্লাহ সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ  মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের উদ্যোগে  বনভোজন  অনুষ্ঠিত । ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে মুন্সীগঞ্জ আইনজীবী সহকারীদের মানববন্ধন  মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীরা চরকেওয়ারে‎ শ্রীনগর থানা পরিদর্শনে মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের শুভেচ্ছা  জানিয়েছেন সাইদুর রহমান ফকির । মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীর তীরে অষ্টমী স্নান উৎসব পালিত

সাংবা‌দিক সুমন হো‌সেনের বাবা মরহুম মোঃআব্দুল মালেক প্রধানের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ১৫১ বার পঠিত

মোঃ সুমন হোসেন,মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

মুন্সীগঞ্জে বিভিন্ন আয়োজনে ম‌ধ্যে দি‌য়ে আব্দুল মালেক প্রধানের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।আজ ১৫ ডিসেম্বর(বৃহস্পতিবার)বাদ যোহর নামাজের পর মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় নিজ বাসভবনে দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ
মাহফিল অনুষ্ঠিত হয়।মরহুম মোঃআব্দুল মালেক প্রধান ১৬ সেপ্টেম্বর ১৯৫৫ সালে নারায়ণগঞ্জ শহরের শহীদনগর এলাকায় মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।
তার পিতা মরহুম জব্বার আলী প্রধান,মাতাঃ-মৃত আকিমন নেসা।সাংবাদিক মোঃসুমন হোসেনের পিতাঃ-মরহুম মোঃআব্দুল মালেক প্রধান ১৫ (ডিসেম্বর)২০২০ইং সোমবার রাত ৮:১০ মিনিট সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে শেষ নিষাশ ত‍্যাগ করেন।ইন্নালিল্লাহ ও ইন্নাইল্লহি রাজুউন।মরহুম মোঃআব্দুল মালেক প্রধান মারা যাওয়ার সময় তার বয়স হয়েছিল(৬৭)বছর।মরহুম আব্দুল মালেক প্রধান মারা যাওয়ার সময় তার স্ত্রী,চার ছেলে,চার ছেলের বৌ,নাতী,নাতনিনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।মরহুমের সেজো ছেলে মোঃসুমন হোসেন,জাতীয় দৈনিক পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে দীর্ঘদিন ধ‌রে দা‌য়িত্ব পালন ক‌রে আসছে।সাংবাদিক মোঃসুমন হোসেন বলেন,পৃথিবীতে যার বাবা নেই সে বুঝে তার বাবার ভালোবাসা তার জন্য এই মূহুর্তে কতো প্রয়োজন।মাঝি বিহীন নৌকা যেমন চালানো যায় না তেমনি বাবা ছাড়া নিজের জীবনকে সামনে এগিয়ে নেয়া অনেক কষ্টের।বাবাকে হারিয়েছি দুই বছর হয়েছে,কিন্তু বাবার সেই স্মৃতি বাবার সেই উপদেশমূলক কথাগুলো আজও আমার অন্তরকে গভীরভাবে নাড়া দিয়ে যায়।

 

আমি যখন নামায পড়ি প্রথমেই দোয়া চাই বাবার জন্যে হাত তুলে দোয়া করি।আমি আমার বাবাকে অনেক ভালোবাসতাম।বাবার ভালোবাসা,বাবার স্নেহ,বাবার আদর আজও আমার স্মৃতিতে সতেজ হয়ে ভাসে।আমার বাবা ছিলেন আমাদের আদর্শ।আজ বাবাকে আমার খুব প্রয়োজন ছিলো বাবার সাথে আমার অনেক কথা বলার ছিলো আমি বলতে পারিনি তাই মনের লুকানো কথাগুলো আজও কারো সাথে শেয়ার করতে পারিনি।বাবার আদর্শ,বাবার সততা,বাবার নৈতিকতা আমার কাছে অতুলনীয়।তাই আমি বলবো যাদের বাবা বেচে আছে বাবাকে সম্মান করুন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে।আজ আমার বাবা নেই আমি বুঝি বাবার প্রয়োজনটা আমার জন্য কতো দরকার।বাবা যে একজনের জীবনে ছায়া হয়ে কাজ করে।বাবা ছিলেন আমাদের কাছে আর্দশ বাবা।সালাম দুনিয়ার সকল বাবাদের।রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানী সগিরা।

 

তাই আজ সেই গানটি খুব মনে পড়ে-ভালো হোক মন্দ হোক বাবা আমার বাবা পৃথিবীতে বাবার মতো আর আছে কেবা।আজকের এই দিনে সকলের কাছে আমার বাবার জন্যে আন্তরিক দোয়া কামনা করছি।মহান আল্লাহ্ যেন আমার বাবার সকল ভুল-ত্রুটি ক্ষমা করে,তার কবরের জীবন ও পরকালের জীবন শান্তিময় করেন। আমীন…।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।