কবিতাঃ নারীর অধিকার, কলমেঃ শফিকুল ইসলাম
আদি পিতা আদম নবী
মাতা বিবি হাওয়া,
বংশপরম্পরায় ধরনীর বুকে
উভয় জনম পাওয়া।
সৃষ্টির সেরা জীব জগতে
লিঙ্গ ভেদে নর নারী,
পুত্রের বাস পিতৃলয়ে
কন্যা অন্যত্রে জমান পাড়ি।
একত্রে লালন পালন
যৌবনে পরবাস,
পুত্র জ্বালায় বংশের বাতি
নারীর বিরল ইতিহাস।
নারী জাতির উজ্জ্বল নক্ষত্র
যিনি দেখান ভুবনের নুর,
আমরা পুরুষ নারীর প্রতি
বরাবরে নিষ্ঠুর।
শৈশব কৈশোর পিতার গৃহে
যৌবনে করুন পরিনতি,
বিবাহ বন্ধন পরবর্তী কালে
অভিভাবক হন পতি।
তুমি মাতা তুমি কন্যা
তুমি অনন্ত সুখের দ্বার,
তাই বলি নর নারীকে সম্মান কর
খর্ব করিস না নারীর অধিকার।