বুধবার, ০৩ জুলাই ২০২৪, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে শিশুকে গাছে ঝুলিয়ে নির্যাতন করায় বৃদ্ধ গ্রেফতার সুন্দরগঞ্জে নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে কৃষি ব্যাংকের রেমিটেন্স গ্রাহককে পুরস্কার বিতরণ চট্টগ্রামে বৌদ্ধ বিহার চুরির অভিযোগ গাজীপুরের পূবাইলে বিদ্যুৎ স্পষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে আঁখ ক্ষেতের আঁখ চুরি করে খাওয়ায় অভিযোগে  শিশুকে গাছের সাথে ঝুলিয়ে নির্যাতনের অভিযোগে জিএমপি পূবাইল থানা পুলিশের অভিযানে চোরাইমাল সহ গ্রেফতার ০২ মুন্সীগঞ্জে গজারিয়ায় কাভার্ড ভ্যান-ট্রাক ও সিএনজি ত্রিমুখী সংঘর্ষে আহত-২ ফুলছড়িতে বজ্রপাতে এক যুবক নিহত বোয়ালখালীতে বোরো ধান সংগ্রহে লক্ষ্যমাত্রার ছাড়িয়ে যাবে

চট্টগ্রামে বিয়াজউদ্দীন বাজারে ভয়াবহ আগুন, নিহত ৩

এম মনির চৌধুরী রানা, চট্টগ্রাম প্রতিনিধিঃ
  • আপডেট সময় শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ২১ বার পঠিত

 

এম মনির চৌধুরী রানা, চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারের মোহাম্মদীয়া মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ধোঁয়ায় দম বন্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। আহত দুইজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আজ শুক্রবার (২৮ জুন) সকালে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করেছেন। অগ্নিকাণ্ডে মারা যাওয়া তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, মো. রেদোয়ান (৪৫) ও মো. শাহেদ (১৮)। তারা দুজনই চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা।অপরদিকে আহত দুইজন মহিলাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।গতকাল বৃহস্পতিবার (২৭ জুন) রাত দেড়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, চন্দনপুরা, লামারবাজার ও নন্দনকানন স্টেশনের মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় ৪ ঘণ্টা পর শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আবদুল মালেক।
তিনি জানান, রাত ১টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে চারটি স্টেশনের ৮টি ইউনিট পাঠানো হয়। পরে ভোর সাড়ে পাঁচটায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি। স্থায়ীয় সূত্রে জানা গেছে, তামাকমুন্ডি লেইনে আগুন লাগা মার্কেট টি পাঁচতলা ভবন। মার্কেটির প্রথম ও দ্বিতীয় তলায় মোবাইল এক্সোসরিজ, তৃতীয় তলায় বিভিন্ন অফিস, গুদাম ও মেস আছে। আগুন মুহূর্তেই পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ধোঁয়ার কুণ্ডলি সৃষ্টি হয় চারিদিকে। মার্কেটের সড়ক অত্যন্ত সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারছিল না। বড় ক্রেইনও নেওয়া সম্ভব হচ্ছিল না। বাইরের মূল সড়ক থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। এতে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে দমকল কর্মীদের।
নগরের বৃহত্তর বাণিজ্যিক কেন্দ্র রিয়াজুদ্দিন বাজার, তামাকুণ্ডি লেইনের বেশিরভাগ ভবন ঝুঁকিপূর্ণভাবে গড়ে ওঠা। এগুলোর অধিকাংশেই মানা হয়নি বিল্ডিং কোড। একটি আরেকটির সঙ্গে লাগোয়া। পুরোনো ও জরাজীর্ণ ভবনও রয়েছে। আগুন লাগলে নির্বাপণের কোনো ব্যবস্থাও রাখা হয়নি। এসব মার্কেটের নেই কোনো পার্কিং ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা। নানা সময় ফায়ার সার্ভিস থেকে নোটিশ দিয়ে সতর্ক করা হলেও সমাধানে উদ্যোগ নেয়নি ব্যবসায়ীরা।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।