বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আনমনা প্রাঙ্গণের চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুক্রবার মুন্সীগঞ্জে হারিয়ে যাচ্ছে ২০০ বছরের মৃৎ শিল্পের ঐতিহ্য মুন্সিগঞ্জে সচিবের বাড়িতে ডাকাতির অভিযোগ মুন্সীগঞ্জে ঘনকুয়াশায় নৌযান ৮ ঘন্টা আটকা, হাজার মানুষের চরম দূর্ভোগ মুন্সীগঞ্জে শহীদ জিয়া পরিষদের সদর থানার সভাপতি আলী আজগর পলাশ,সম্পাদক আরিয়ান রাজ ( রউফ) উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে আগুনে পুড়ল দোতলা ঘর ফুলবাড়ীতে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বিগত বছরে ৬৩৫৯ সড়ক দুর্ঘটনায় ৮৫৪৩ জন নিহত – যাত্রী কল্যাণ সমিতি বোয়ালখালীতে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

প্রাথমিক শিক্ষা ভবন নির্মাণের মেয়াদ বাড়ে কাজ শেষ হয় না

মোহাম্মদ সোলাইমান হাটহাজারী চট্টগ্রামঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ১৩৩ বার পঠিত

মোহাম্মদ সোলাইমান হাটহাজারী চট্টগ্রামঃ

চট্টগ্রামের হাটহাজারীতে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় পশ্চিম চারিয়া কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা ভবন নির্মাণকাজ দুই দফায় সময় বাড়ানোর পরও কাজ সম্পন্ন করতে পারেনি আল আমিন ট্রেডিং নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান।

২০২০ সালের ৭ সেপ্টেম্বরে দেওয়া কার্যাদেশ অনুযায়ী ২০২১ সালের ৩০ জুন এ কাজের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। ওই সময়ে কাজটি শেষ হয়নি। এরপর আরও দুই দফায় সময় বাড়ায় উপজেলা প্রকৌশলী দপ্তর। এর পরও ৮৮ লক্ষ ৫৬ হাজার ৫শত ৮৯ টাকার কাজটি শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। বর্তমানে কাজটি তদারকির দায়িত্বে আছেন সাব ঠিকাদার মো. হাসান নামের এক ব্যক্তি।
নির্মাণাধীন ওই ভবনে দুইটি ক্লাস রুম, একাডেমিক ভবন ও অফিস কক্ষ এবং দু’তলায় আরো একটি কক্ষে ক্লাস রুম হবে জানান ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা খায়েরাতুল হাসিনা। তিনি বলেন, কাজ শেষ না হওয়াতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকরা। কর্তৃপক্ষের উচিত ঠিকাদারকে সময়মতো কাজ শেষ করতে বাধ্য করা।

স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ও মির্জাপুর ইউপি ৯নং ওয়ার্ড সদস্য মুহাম্মদ মুছা বিএসসি নিউজনাউকে বলেন, নির্মাণাধীন শিক্ষা ভবনের চারপাশে ইট ও কংক্রিটের অংশ ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে ঠিকাদার ও নির্মাণ শ্রমিকদের কোন খবর নেই। অবকাঠামো দৃশ্যমান হলেও আস্তরণ, পলেস্তার ও রং করার কাজ বাকি। এইভাবে পড়ে থাকলে দেয়ালজুড়ে শ্যাওলা আসতে পারে। আমাদের দাবি কাজটি দ্রুত সম্পন্ন করা হোক।

ঠিকাদারি প্রতিষ্ঠান আল আমিন ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. সেকান্দার নিউজনাউকে বলেন, শিক্ষা ভবন নির্মাণের কাজটি সাব ঠিকাদার হাসানকে দেওয়া হয়েছে। করোনাকালীন পরবর্তী সময়ে কাঁচামাল শিল্পের উর্ধ্বগতির কারণে কাজটি যথাসময়ে করতে ব্যর্থ হয়েছি। তবে চেষ্টা করব দ্রুত সম্পন্ন করতে। এদিকে ওই কাজের সাব ঠিকাদার হাসানকে মুঠোফোনে পাওয়া যায়নি।

হাটহাজারী উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে নিউজনাউকে বলেন এটা অনেক আগের প্রকল্প। ঠিকাদার বলছে কাঁচামাল শিল্পের উর্ধ্বগতির কারণে কাজটি সম্পন্ন করতে পারেনি। কাজের মেয়াদ বাড়লেও এবার আর ছাড় দেওয়া হবে না। সময়ের মধ্যে কাজ বুঝে নেওয়া হবে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।