বোয়ালখালীতে ৩ প্রার্থীর ৩ সমর্থককে ১৪ হাজার টাকা জরিমানা
রিপোর্টার নামঃ
আপডেট সময়
শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
১২০
বার পঠিত
বোয়ালখালীতে ৩ প্রার্থীর ৩ সমর্থককে ১৪ হাজার টাকা জরিমানা
এম মনির চৌধুরী রানা:
চট্টগ্রামের বোয়ালখালীতে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় তিন প্রার্থীর ৩ সমর্থককে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২৮ শে ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলায় সরজমিনে আচরণবিধি প্রতিপালন পর্যবেক্ষণকালে এই আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ফাতেমা চৌধুরী।
তিনি জানান, নির্বাচনী আচরণবিধিমালার ৭ ও ৮ ধারা লঙ্ঘনের দায়ে লাঙ্গল প্রতীকের এক সমর্থককে ১০ হাজার টাকা, সোনালী আঁশ প্রতীকের এক সমর্থককে ২ হাজার টাকা ও কেটলি প্রতীকের এক সমর্থককে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সকল প্রার্থীকে আচরণবিধিমালা যথাযথ ভাবে পালনের অনুরোধ জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আচরণবিধি সঠিকভাবে প্রতিপালন না করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।