বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আনমনা প্রাঙ্গণের চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুক্রবার মুন্সীগঞ্জে হারিয়ে যাচ্ছে ২০০ বছরের মৃৎ শিল্পের ঐতিহ্য মুন্সিগঞ্জে সচিবের বাড়িতে ডাকাতির অভিযোগ মুন্সীগঞ্জে ঘনকুয়াশায় নৌযান ৮ ঘন্টা আটকা, হাজার মানুষের চরম দূর্ভোগ মুন্সীগঞ্জে শহীদ জিয়া পরিষদের সদর থানার সভাপতি আলী আজগর পলাশ,সম্পাদক আরিয়ান রাজ ( রউফ) উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে আগুনে পুড়ল দোতলা ঘর ফুলবাড়ীতে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বিগত বছরে ৬৩৫৯ সড়ক দুর্ঘটনায় ৮৫৪৩ জন নিহত – যাত্রী কল্যাণ সমিতি বোয়ালখালীতে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মোংলা বন্দরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১৪১ বার পঠিত

আলী আজীম,মোংলা (বাগেরহাট):

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মোংলা বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে দিনটি শুরু করে। বন্দরের সকল গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা ও বন্দরের পতাকা উত্তোলন করা হয়।

শুক্রবার (১৭ মার্চ) সকালে মোঃ শাহীনুর আলম (উপসচিব), পরিচালক (প্রশাসন) এর সভাপতিত্বে বন্দরের সভাকক্ষে জাতির পিতার কর্মময় জীবনের উপর ডকুমেন্টারী “চিরঞ্জীব বঙ্গবন্ধু” প্রদর্শন ও “স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে বঙ্গবন্ধুর জন্মদিন” বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ক্যাপ্টেন মো: আসাদুজ্জামান।

প্রধান আলোচক ছিলেন ড. এ. কে. এম. আনিসুর রহমান (যুগ্মসচিব), সদস্য (প্রকৌশল ও উন্নয়ন)।

সভায় আরোও উপস্থিত ছিলেন বন্দর কর্তৃপক্ষের বিভাগীয় প্রধানগণ, অফিসার এ্যাসোসিয়েশন, সিবিএ নেতৃবৃন্দসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

এছাড়াও মোংলা বন্দরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা, আবৃত্তি, শিশু বক্তার অংশগ্রহণে ভাষণ প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। মোংলা বন্দর হাসপাতালে ভর্তিরত রোগীদের উন্নতমানের খাবার সরবরাহ করা হয়।

পরে মোংলা বন্দরের আওতাধীন মসজিদ/ধর্মীয় উপসনালয়ে জাতির পিতার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত/প্রার্থনার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বন্দর চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ক্যাপ্টেন মোঃ আসাদুজ্জামান, বলেন, স্মার্ট বাংলাদেশ মূলত: প্রযুক্তি সম্পর্কিত, তাই আগামী দিনের শিশুদের এ বিষয়ে অনুপ্রাণিত করতে হবে। জাতির পিতার আদর্শ বাস্তবায়নে স্মার্ট বাংলাদেশ বিনর্মাণে সবাইকে উদ্ভুদ্ধ করণের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।