বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত  “সপ্ন জার, ফ্রিজ তার” স্লোগানে জুটিবদ্ধ কেয়া-পলক টঙ্গীবাড়ীতে পরকিয়া প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় প্রবাসীর স্ত্রী কে আটক মুন্সীগঞ্জে শ্রীনগরে ঐতিহ্যবাহী আড়িয়াল বিলের বৈচিত্র্য রক্ষায় চেকপোস্ট বসানোর ঘোষণা, মাটি কাটা বন্ধে উদ্যোগ। মুন্সীগঞ্জে বিক্রমপুর চাঁদের হাটের বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মুন্সীগঞ্জ জেলা শাখার মাসিক  বৈঠক অনুষ্ঠিত। কালিগঞ্জে মৌতলা একতা যুব সংঘের উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে সিরাজদিখানে কবিরাজের বিরুদ্ধে সাংবাদিকের মিথ্যা মামলা দায়ের! গতকাল ব্রাসেলস প্রেসক্লাবে সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন, বজলুর রশীদ বুলু। মুন্সীগঞ্জে মাদক মামলার আসামীর ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

 

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সংসদ সদস্য ডাঃ রুহুল হক বলেছেন, সকলকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরণের অন্যায় বরদাস্ত করা হবে না। নানা সীমাবন্ধতার মধ্যেও চিকিৎসকদের মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে সরকারি হাসপাতালগুলোতে মূলত গরীব মানুষ সেবা নিতে আসে। এজন্য সকলকে আরও আন্তরিকভাবে সেবা প্রদান করতে হবে।
সোমবার (২০ মে) দুপুরে হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবাসিক সার্জন ডাঃ মোঃ রাশিদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সাতক্ষীরা-২ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ রুহুল কুুদ্দুস, হাসপাতালের পরিচালক ডাঃ শীতল চৌধুরী, উপ পরিচালক ডাঃ মেজবাহ, মেডিসিন বিভাগের প্রধান ডাঃ কাজী আরিফ আহমেদ, কার্ডিওলজি বিভাগের প্রধান ডাঃ সুমন দাস, শিশু বিভাগের প্রধান ডাঃ শামছুজ্জামান প্রমুখ। উপস্থিত ছিলে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য ফজলুল হক।
বক্তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ১৯টি ডায়ালিসিস মেশিন মধ্যে ১৩টি দীর্ঘদিন ধরে নষ্ট কারণে রোগিরা বিশেষ করে গরীব রোগিরা যারপরনেই কষ্টের পাশাপাশি সমস্যার মধ্যে রয়েছে। হাসপাতালে চিকিৎসকসহ লোকবল সঙ্কটের চিত্রও তুলে ধরেন। লোডশেডিঙের কারণে হাসপাতাল অন্দকার করা হয়ে যায়সহ নানা সমস্যার কথা তুলে ধরেন।
ব্যবস্থাপনা কমিটির সভাপতি সংসদ সদস্য ডাঃ রুহুল হক বলেন স্থানীয় সাংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ লায়লা পারভীনকে সাথে নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কথা বলে এসব সমস্যার সমাধান করা হবে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে গড়ে তোলা হবে দেশের চিকিৎসা সেবার মডেল হিসেবে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।