সুন্দরগঞ্জে বসত ভিটার জের ধরে মারপিট ও লুটপাটের অভিযোগ
জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সুন্দরগঞ্জের সর্বানন্দ ইউনিয়নে উত্তরসাহাবাজ গ্রামে বসত ভিটার জের ধরে মোছাঃ মমতা বেগম নামের এক অসহায় মহিলাকে মারপিট ও বসতবাড়ী লুটপাটের অভিযোগ উঠেছে। মোছাঃ মমতা বেগম উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তরসাহাবাজ গ্রামের মোঃ খলিল প্রামানিক’র স্ত্রী।
অভিযোগ সূত্রে জানা যায়,মোঃ মনির উদ্দিন(৩০)- পিতা খলিল প্রামানিক,মোছাঃ কুহিলী বেগম(২৫)- স্বামী মোঃ মাসুদ রানা,মোছাঃ নুরনাহার বেগম(৪৫)-স্বামী কুদ্দুস আলী,মোছাঃ শিমু বেগম(২৬)-স্বামী মনির উদ্দিন,মোঃ ইলিয়াস আলী(৪৫)-পিতা মোঃ আব্দুস সামাদ সকলের সাং উত্তরসাহাবাজ,সর্বানন্দ, সুন্দরগঞ্জ।পারিবারিক ও বসতভিটার জের ধরে ২১.০৮.২০২২ তারিখে আনুমানিক সকাল সাড়ে ১১টায় বর্নিত বিবাদীগণ লাঠি সোটা,ছোরা,লোহার রড ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়ে মমতা বেগমের বসত বাড়িতে অনাধিকার প্রবেশ করিয়া বসত বাড়ির বাউন্ডারির বেড়ায় মারডাং ও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।এসময় মমতা বেগম বেড়া ভাংচুর ও গালিগালাজ করতে নিষেধ করলে বিবাদীগণ তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ৪নং বিবাদী মোছাঃ শিমু বেগমের হুকুমে সে সহ অন্যান্য বিবাদীগণ তাদের হাতে থাকা লাঠিসোঠা ও ছুরি দ্বারা মমতা বেগমকে এলোপাথাড়ি ভাবে মারপিট করে রক্তাক্ত জখম করে।সেই সুযোগে বিবাদীগণ মমতা বেগমের গলায় থাকা ৮আনা ওজনের একটি স্বর্ণের চেন ও বাড়িতে প্রবেশ করে আলমারী ভেঙ্গে বিদেশ থেকে তার স্বামীর পাঠানো ১লাখ ৫০হাজার টাকা সহ ঘরের অন্যান্য জিনিস পত্র নিয়ে পালিয়ে যায়।
একপর্যায়ে রক্তাক্ত মমতা বেগমের আত্নচিংকারে তার ভাবী লাভলী বেগম এগিয়ে আসেন এবং অটোযোগে তাকে সুন্দরগঞ্জ হাতপাতালে ভর্তি করান।এবিষয়ে ভুক্তভোগী সুন্দরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগের বিষয়ে সুন্দরগঞ্জ অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি।অভিযোগটি তদন্ত করার জন্য বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে পাঠানো হয়েছে।