শুক্রবার, ০৩ মে ২০২৪, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরায় কৃষকদের মাঝে উন্নত কৃষি যন্ত্র ভর্তুকি মূল্যে বিতরণ সাতক্ষীরায় রাসায়নিক মিশ্রিত ১ ট্রাক আম বিনষ্ট বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সাতক্ষীরা সদর থানা কমিটি গঠন তীব্র তাপদাহে চারঘাট উপজেলার পাখা পল্লীতে বেড়েছে কর্মব্যস্ততা সাতক্ষীরা সদর রেজিস্ট্রি অফিসে জনসাধারণের মাঝে শরবত বিতরণ জিএমপি বাসব থানার বিশেষ অভিযানে, গাজীপুরে অপহরণের ২৯ দিন পর ৮ মাসের শিশু উদ্ধার অপহরণকারী গ্রেফতার চট্টগ্রামে ট্রাক-মিনিবাস সংঘর্ষে আহত ৫ চট্টগ্রামকে উন্নয়নের স্বার্থে একযোগে কাজ করতে চাই চসিক-সিডিএ মোটরসাইকেল প্রতীক পেলেন চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে ঈদ করতে গ্রামে যাওয়ার সুযোগে ঘরের তালা ভেঙে সর্বস্ব চুরি

সাদ্দাম উদ্দিন রাজ, জেলা নরসিংদীঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ২৬ বার পঠিত

 

এম মনির চৌধুরী রানা, চট্টগ্রাম প্রতিনিধিঃ

ঈদের ছুটিতে গ্রামে যাওয়ার সুযোগ কে কাজে লাগিয়ে , ঘরের তালা ভেঙে সর্বস্ব চুরি গ্রেফতার জাবেদ ও উদ্ধার টাকা-সোনার গয়না চট্টগ্রামের বোয়ালখালীতে ঘরের তালা ভেঙে চুরির ঘটনায় মো. জাবেদ (১৯) নামের এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ১৫ এপ্রিল সোমবার বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজ (১৬ এপ্রিল) মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আছহাব উদ্দিন।গ্রেফতার জাবেদ পশ্চিম গোমদণ্ডী জমাদারহাট এলাকার মৃত নুরুল আবছার খানের ছেলে। ওসি আছহাব উদ্দিন বলেন, গত (৯ এপ্রিল) মঙ্গলবার উপজেলার পশ্চিম গোমদণ্ডী খলিফা বাড়ির শারমিন আকতার পরিবার নিয়ে শ্বশুর বাড়িতে ঈদ উদযাপন করতে যান।

এরপর (১৩ এপ্রিল) শনিবার বাসায় ফিরে দেখতে পান, বাসার তালা খোলা, ওয়ার্ডড্রোবে রাখা সোনার গয়না ও নগদ ৭০ হাজার টাকা নেই। এরপর তিনি থানায় অভিযোগ জানান।পরবর্তীসময়ে ঘটনাস্থলে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে চোর শনাক্ত করা হয়। এরপর পশ্চিম গোমদণ্ডী এলাকায় অভিযান চালিয়ে জাবেদকে গ্রেফতার করে পুলিশ। জাবেদের স্বীকারোক্তি অনুযায়ী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে লুট হওয়া দুটি সোনার চেইন, তিনটি আংটি ও নগদ ২৭ হাজার টাকা উদ্ধার করা হয় বলে জানান ওসি। এ ঘটনায় ভিকটিম শারমিন আকতার বাদী হয়ে সোমবার থানায় মামলা করেন।

ওই মামলায় জাবেদকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পাশাপাশি অন্য মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি আছহাব উদ্দিন।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।